আবুল ফাতাহ কাসেমির ‘জীবন গড়ার পাথেয়’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রকাশ:
০৮ নভেম্বর, ২০২৩, ০৭:৫৭ বিকাল
নিউজ ডেস্ক |
লেখক, অনুবাদক, শিক্ষক, মুফতি আবুল ফাতাহ কাসেমি অনূদিত ‘জীবন গড়ার পাথেয়’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বুধবার (৮নভেম্বর) বিকালে আওয়ার ইসলাম মিলনায়তনে দেশবরেণ্য আলেম উলামা ও লেখক সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুখ্য আলোচনক হিসেবে উপস্থিত ছিলেন লেখক, সিরাত গবেষক ও মুহাদ্দিস, মাওলানা যাইনুল আবিদীন। সভাপতি হিসেবে উপস্হিত ছিলেন আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব। এসময় আরো উপস্থিত ছিলেন,জামিয়া দারুল উলুম বনশ্রী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আবদুর রহীম কাসেমি, জামিয়া ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস ডক্টর হুসাইনুল বান্না, ঢাকা মেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দীন বাবর, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, আফতাবনগর মাদরাসার শিক্ষাসচিব মুফতি শরীফুল ইসলাম কাসেমি ,জামিয়া দারুল উলুম বনশ্রী মাদরাসার মুহাদ্দিস মুফতি মাসুম আবদুল্লাহ কাসেমি,মাকতাবাতুল খিদমাহ'র সত্ত্বাধিকারী মাওলানা আবদুল মান্নান, রামপুরা মারকাযু শাইখিল ইসলামের মুহ্তামিম মাওলানা আবদুল আলিম, শিক্ষাসচিব মাওলানা ফরিদুদ্দিন আল মাদানি, জামিয়া কারিমিয়া আরাবিয়ার শিক্ষক মাওলানা কাওসার আহমেদ ও মাওলানা আলামিন প্রমুখ। এনএ/ |