বিমান থেকে গাজায় চিকিৎসা সরঞ্জাম ফেলল জর্ডান
প্রকাশ: ০৬ নভেম্বর, ২০২৩, ০৮:৫২ সকাল
নিউজ ডেস্ক

 

জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ জানিয়েছেন, তাদের বিমানবাহিনীর সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছেন।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) সোমবার (৬ নভেম্বর) এক পোস্টে এ তথ্য জানিয়েছেন রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘আমাদের নির্ভীক বিমানবাহিনীর সেনারা মধ্যরাতে জরুরি চিকিৎসা সরঞ্জাম প্যারাসুটের মাধ্যমে গাজায় অবস্থিত জর্ডানের ফিল্ড হাসপাতালে পৌঁছে দিয়েছে। গাজা যুদ্ধে আহত আমাদের ভাই ও বোনদের প্রতি এটি আমাদের দায়িত্ব। আমরা সবসময় আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে থাকব।’

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর মিসরের রাফাহ ক্রসিং দিয়ে জরুরি ত্রাণ গাজায় পাঠানো হচ্ছিল। তাও সেগুলোর ওপর কড়া নজর রাখছিল ইসরায়েল।

সোমবার মধ্যরাতে প্যারাসুটের মাধ্যমে গাজায় চিকিৎসা সরঞ্জাম পাঠিয়ে; ইসরায়েলের কড়াকড়িকে উপেক্ষা করেছে জর্ডান। ইসরায়েল জানিয়েছিল, তাদের অনুমতি ছাড়া গাজায় কোনো ধরনের সহায়তা ঢুকতে দেওয়া হবে না।

তবে জর্ডান কি ইসরায়েলের সঙ্গে আলোচনা করে বা জানিয়ে গাজায় এই চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে সে বিষয়টি নিশ্চিত নয়। ইসরায়েলের ভয় গাজায় তাদের অনুমতি ছাড়া ত্রাণ সহায়তা পাঠালে; ত্রাণের আড়ালে অস্ত্র বা প্রতিরক্ষার সরঞ্জাম নিয়ে আসতে পারে হামাস।

মিসরের রাফাহ ক্রসিং দিয়ে প্রায় প্রতিদিনই ত্রাণ আসলেও, গাজার বাসিন্দারা জানিয়েছেন এসব ত্রাণ তাদের প্রয়োজনীয়তার তুলনায় খুবই অপ্রতুল।

 

এমআই/