গাজায় যুদ্ধ বিরতিতে মত নেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর
প্রকাশ:
০৫ নভেম্বর, ২০২৩, ০৩:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
চলমান ইসরায়েল-হামাস সংঘাত ইস্যুতে আরব নেতারা অস্ত্রবিরতি কার্যকরে ইসরায়েলকে চাপ দেয়ার পক্ষে মত দিলেও তাতে সায় দেয়নি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে গাজায় জরুরি ত্রাণ প্রবেশের সুযোগ দিতে চলমান ইসরায়েলি অভিযানে মানবিক বিরতির পক্ষে মত দেন তিনি। রোববার (৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, ব্লিংকেন বলেন, অস্ত্রবিরতি কার্যকর হলে তা হামাসকে আবার হামলা চালানোর সুযোগ করে দেবে। এছাড়াও তিনি জিম্মি মুক্তির উপরও জোর দেন। শনিবার (৪ নভেম্বর) জর্ডানে এক বৈঠকে মিলিত হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও আরব নেতারা। বৈঠকে মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের শীর্ষ কূটনীতিকদের পাশাপাশি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিবও উপস্থিত ছিলেন। তবে বৈঠকে অস্ত্রবিরতি ইস্যুতে এখনও বিভক্ত যুক্তরাষ্ট্র ও আরব বিশ্ব। বৈঠকে ঐক্যমতের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সুত্র: বিবিসি এনএ/ |