গাজায় হামলার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ
প্রকাশ:
০২ নভেম্বর, ২০২৩, ১০:৩৬ দুপুর
নিউজ ডেস্ক |
ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত প্রকট রূপ নিয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত সাড়ে আট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল এখন ওই অঞ্চলে সেনা ও ট্যাংক পাঠিয়েছে। বিশ্বের নানা প্রান্তে ইসরায়েলের এ হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। ইজরায়েলি হামলা ও ‘গণহত্যা’ বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে ভারতের কলকাতাতেও। শিয়ালদহ স্টেশন চত্বর থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল হয়েছে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থার (এআইপিএসও) ডাকে। মিছিলে যোগ দিয়েছিলেন ছাত্র, যুব, মহিলা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, শ্রমিকসহ সমাজের বিভিন্ন অংশের মানুষ। যুদ্ধ বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে শহরের আরও অনেক জায়গায় মিছিল করেছে সিপিএমের ছাত্র সংগঠন, এসইউসি, এপিডিআরসহ আরও কিছু সংগঠন। সব মিছিল থেকেই আওয়াজ তোলা হয়েছে ইসরায়েলের ভূমিকা এবং তাদের পেছনে আমেরিকার মদতের বিরুদ্ধে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত সাড়ে আট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইজ়রায়েলি হানাদারি বন্ধের দাবিতে এ দিন ধর্মতলা থেকে কলেজ স্কোয়ারের মধ্যে মিছিল হয়েছে অন্য একাধিক সংগঠনের। কলেজ স্ট্রিটে জমায়েত করে ধর্মতলা পর্যন্ত মিছিলে শামিল হয়েছিল এপিডিআর, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ এবং আরও নানা সংগঠন। তার মধ্যে ছিল সিপিআই (এম-এল) লিবারেশনের বিভিন্ন গণ-সংগঠনও। প্যালেস্টাইনে শিশু ও নারীঘাতী হামলা বন্ধের দাবি তুলেছে তারাও সুত্র: আনন্দবাজার পত্রিকা এনএ/ |