গাজায় ইসরায়েলি হামলায় ৪৭ মসজিদ ও ৭ গির্জা ধ্বংস
প্রকাশ:
৩০ অক্টোবর, ২০২৩, ১২:৩৬ দুপুর
নিউজ ডেস্ক |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি ঐতিহাসিক মসজিদ ও গ্রিক অর্থোডক্স গির্জায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে এখন পর্যন্ত গাঁজায়। ৪৭টি মসজিদ ও ৭টি গির্জা ধ্বংস হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজা মিডিয়া অফিসের পরিচালক সালামা মারুফের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছ, ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এবং ৩২ হাজার ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে ইসরায়েলের অব্যাহত গোলাবর্ষণ ও বিমান হামলায় গাজার নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে, যাদের অর্ধেকই শিশু। টানা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ২০ হাজার ফিলিস্তিনি। ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকেই গাজায় অনবরত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে গতকাল পর্যন্ত ৮ হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত এবং ২০ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে প্রায় এক হাজার মরদেহ পড়ে আছে। এ ছাড়া পশ্চিম তীরেও হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১২। অন্যদিকে ইসরায়েলে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছেন, তাদের মধ্যে ৩৩১ জন সেনা। এ ছাড়া নিজেদের বন্দীদের মুক্ত করে আনতে দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে রেখেছেন হামাস যোদ্ধারা। জিম্মিদের বেশ কয়েকজন পশ্চিমা দেশগুলোর দ্বৈত নাগরিক। এনএ/ |