গাজাবাসীকে দিকে সরে যেতে লিফলেট ফেলল ইসরায়েল
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৩, ১১:০৫ দুপুর
নিউজ ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সরে যেতে নতুন করে নির্দেশনা দিয়েছে ইসরায়েল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার উত্তর দিকে বিমান থেকে এ ধরনের নির্দেশনামূলক লিফলেট ফেলেছে ইসরায়েল।

আরবি ভাষায় লেখা এ নির্দেশনায় সতর্কতা দিয়ে বলা হয়েছে, উত্তর গাজার অঞ্চলগুলো এখন ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত হয়েছে; যেগুলো এখন নিরাপদ নয় এবং এখানকার বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যাওয়া উচিত।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগার মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এ ধরনের সতর্কতা দিয়ে গাজার বাসিন্দাদের সরে যাওয়ার অনুরোধ করেন। যদিও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় গাজার মানুষ তার সতর্কতার ব্যাপারে কিছু জানতে পারেননি।

সূত্র: বিবিসি

এনএ/