শনাক্তকরণে ফিলিস্তিনিরা নিজ দেহেই আঁকছে চিহ্ন
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৩, ০৯:৪০ সকাল
নিউজ ডেস্ক

 

গণকবর আর অসংখ্য মৃতদেহের ভিড়ে প্রতিনিয়ত খুঁজতে হচ্ছে স্বজনের নিথর দেহ। প্রিয় মানুষটার দেহ শনাক্তকরণে যেন কোনো ভোগান্তি পোহাতে না হয় তাই ফিলিস্তিনিরা জীবদ্দশাতেই শরীরে আঁকছে বিভিন্ন সনাক্তকরণ চিহ্ন।

রবিবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

গত তিন সপ্তাহ ধরে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নিরলস বোমাবর্ষণ মানবিক বিপর্যয় আর করুণ পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলির মধ্যে একটি হলো ফিলিস্তিন। বিস্ময়কর এই হত্যাকাণ্ডে প্রায় ৩ হাজার শিশু সহ ৭ হাজার ৬০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও ১ হাজার ৬৫০ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ও ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে আছে, যাদের অর্ধেক শিশু।

মর্গগুলোতে স্বজনদের উপচে পড়া ভিড় আর আহাজারি। হাসপাতালগুলো তাদের আত্মীয়রা সনাক্ত করার আগেই দাফন করতে বাধ্য হচ্ছে অনেককে। তাই মারা গেলে সনাক্তকরণে যেন ভোগান্তি না হয়, বেওয়ারিশ যেন দাফন না হয় সেজন্যই শরীরে সনাক্তকরণ চিহ্ন রাখছে তারা।

ফিলিস্তিনি পরিবারগুলো সনাক্তকরণ ব্রেসলেট পরা শুরু করেছে। এবং তাদের বাচ্চাদের হাত ও পায়ে মার্কার দিয়ে নাম স্ক্রল করা শুরু করেছে। এই মানবিক বিপর্যয়, সংঘাত অসহায় ফিলিস্তিনিদের জীবনকে অনিশ্চিত করে তুলেছে।

এমআই/