৮ ভারতীয়র মৃত্যুদণ্ড দিল কাতার
প্রকাশ:
২৬ অক্টোবর, ২০২৩, ১০:৪১ রাত
নিউজ ডেস্ক |
এক বছরের বেশি সময় গ্রেফতার আট ভারতীয়কে মৃত্যুদণ্ড দিয়েছে কাতারের এক আদালত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ রায়কে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছে। ওই আটজন ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পদাধিকারী। গত বছরের আগস্টে তাদের ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তাদের দোহার কারাগারে আটক রাখা হয়েছে। দণ্ডিত ব্যক্তিরা হলেন সাবেক ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত এবং নাবিক রাগেশ। বিবৃতিতে বলা হয়েছে, কাতার সরকারের সঙ্গে ভারত নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে নিরন্তর আলোচনা চলছে। বিষয়টির গুরুত্ব ও গোপনীয়তার দরুন এ মুহূর্তে ভারত কোনো মন্তব্য করছে না বলে জানানো হয়েছে। ভারতীয় নৌবাহিনীতে কাজ করা ওই আট সাবেক কর্তা কাতারের বেসরকারি প্রতিষ্ঠান ‘দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালট্যান্সি সার্ভিসেস’–এ কর্মরত ছিলেন। ওই সংস্থা কাতারের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণসহ অন্যান্য কাজে যুক্ত ছিল। অভিযোগ, ওই ভারতীয়রা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন। বারবার তাদের জামিনের আবেদন অগ্রাহ্য করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বিস্তারিতভাবে কাতার ও ভারত কোনো সরকারই প্রকাশ করেনি। এনএ/ |