গাজায় হামলা: মর্গে জায়গা নেই, মৃতদেহ রাখতে হচ্ছে তাবুতে
প্রকাশ:
২৪ অক্টোবর, ২০২৩, ০৬:১৩ বিকাল
নিউজ ডেস্ক |
মর্গে জায়গা নেই, মৃতদেহ রাখতে তাবু করা হচ্ছে হাসপাতালের আঙ্গিনায় ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। নির্বিচার বোমা হামলায় গাজায় নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে অন্তত দুই হাজার শিশু। সোমবার রাতভর ইসরায়েলি বোমা হামলায় ১৪০ জন নিহত হয়েছে। আল-জাজিরার স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, গাজার সবচেয়ে বড় হাসপাতাল হচ্ছে আল-শিফা। ইসরায়েলি বোমাবর্ষণের সাথে সাথে ছিটমহলজুড়ে হতাহতের সংখ্যা বাড়ছে। এর ফলে হাসপাতালে আনা আহতদের সংখ্যা প্রতিমুহূর্তে বাড়ছে। মৃতদেহ সংরক্ষণের জন্য আল-শিফা হাসপাতালের মর্গে জায়গা নেই। তাই মৃতদেহ রাখার জন্য হাসপাতালের আঙ্গিনায় তাবু তৈরি করা হয়েছে। গাজায় ইসরায়েল যে ধরনের অস্ত্র ব্যবহার করছে তা পরীক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ত্বক গলে গেছে। এসব আঘাতের চিকিৎসার জন্য তাদের কাছে কোনো ওষুধ নেই। সুত্র: আল-জাজিরা এনএ/ |