চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
প্রকাশ:
০৮ অক্টোবর, ২০২৩, ১১:২৯ রাত
নিউজ ডেস্ক |
সাভারের ভাকুর্তা ইউনিয়নে রমজান আলী (৪৮) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার (৮ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানার ভাকুর্তা ক্যাম্পের ইনচার্জ এসআই আসওয়াদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত রমজান ভাকুর্তা ইউনিয়নের স্যামলাসি ভাড়ারিয়াপাড়া এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে। এসআই আসওয়াদুর রহমান বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শনিবার রাতে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তার অটোরিক্সাটি নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করে হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করা হবে। টিএ/ |