রাজধানীতে ভূমিকম্প অনুভূত
প্রকাশ:
১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৪৫ বিকাল
নিউজ ডেস্ক |
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২। এর উৎপত্তিস্থল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে। তাৎক্ষণিতভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে গত ১৪ আগস্ট ঢাকাসহ এর আশেপাশের এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম অঙ্গরাজ্যের করিমগঞ্জ থেকে ১৮ দশমিক ২ কিলোমিটার উত্তর-পশ্চিমে। আরএম/ |