ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ ময়দানে মুফতী ফজলুল হকের জানাজা বাদ জোহর
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৪০ দুপুর
নিউজ ডেস্ক

আলী যুবায়ের খান, ময়মনসিংহ 

ময়মনসিংহের প্রবীণ আলেম মুফতী ফজলুল হকের জানাজা নামাজ ১৭ সেপ্টেম্বর (রবিবার) জোহরের নামাজের পর ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে ঢোলাদিয়ার গলগণ্ডা গোরস্থানে তাকে দাফন করা হবে। 

ইত্তেফাকুল উলামা ও মরহুমের পরিবারের যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে মরহুমের পরিবার সূত্রে জানা গেছে। 

গতকাল (১৬ সেপ্টেম্বর) শনিবার সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে ঢাকা ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে মুফতী ফজলুল হক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
তিনি স্ত্রী, ২ছেলে ও ২মেয়ে সহ অসংখ্য ছাত্র এবং গুণগ্রাহী রেখে গেছেন।

মুফতী ফজলুল হক ময়মনসিংহের প্রবীণ আলেম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম, জামিয়া ইসলামিয়া সেহড়া ময়মনসিংহের  শায়খুল হাদিস, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী কেন্দ্রীয় ফতোয়া বোর্ডের সভাপতি। 

এমএম/