‘ইউক্রেনের হাতে মাত্র ৩০ দিন সময় আছে’
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:২৫ রাত
নিউজ ডেস্ক

ইউক্রেনের সেনারা রাশিয়ার সেনাদের দখলকৃত অঞ্চলগুলো থেকে হটিয়ে দিতে গত জুনে পালটা আক্রমণ শুরু করেন। প্রায় তিন মাস ধরে এই অভিযান চললেও এখনো আশানুরূপ ফল পায়নি কিয়েভ।

আর এর মধ্যে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে জানিয়েছেন, রুশ সেনাদের হটিয়ে নিজেদের অঞ্চল পুনর্দখলের জন্য ইউক্রেনের হাতে আর মাত্র ৩০ দিনের মতো সময় আছে।

এর পর তারা আর পালটা আক্রমণ চালাতে পারবে না। কারণ তখন আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। আর আবহাওয়া পরিবর্তন হয়ে যাওয়ার কারণে যুদ্ধযান, ভারি ট্যাংকসহ অন্যান্য অস্ত্র পরিবহণ করা অসম্ভব হয়ে পড়বে।

ব্রিটিশ সংবাদ বিবিসির সঙ্গে রোববার এক সাক্ষাৎকারে মার্কিন এ শীর্ষ জেনারেল স্বীকার করেছেন, পালটা আক্রমণ নিয়ে তারা যে প্রত্যাশা করেছিলেন, সে অনুযায়ী কিছু হয়নি।

তবে তিনি বলেছেন, এখনো শক্তিশালী লড়াই চলছে। ধীরগতিতে ইউক্রেনীয়রা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।

তবে পরিকল্পনা অনুযায়ী সব কিছু না হলেও, পালটা আক্রমণ ব্যর্থ হয়ে গেছে, এখনই এমনটি বলতে চান না এ জেনারেল।

তিনি বলেন, ‘রাশিয়ানদের দিকে খুবই ধীরগতিতে এগিয়ে চলছেন ইউক্রেনীয় সেনারা।’

তিনি আরও বলেন, আবহাওয়া খারাপ হওয়ার আগে ‘এখনো ভালো সময় আছে— সম্ভবত ৩০ থেকে ৪৫ দিন। তাই বলা যায়, ইউক্রেনের অভিযান এখনো শেষ হয়ে যায়নি।’

তিনি আরও বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। তারা যা অর্জন করতে চাইছে সেটির জন্য লড়াই এখনো শেষ করেনি।

সূত্র: বিবিসি

টিএ/