কওমি মাদরাসার শিক্ষাবোর্ডগুলোর সম্মিলিত সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস(তাকমীল)-এর ১৪৪৬ হিজরী/২০২৫ ঈসাব্দের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫/ ৪ শাওয়াল১৪৪৬ হিজরী) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর মিলনায়তনে দুপুর ২ টার দিকে অথরিটির চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে অফিস ব্যবস্থাপক মু.অসিউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট পরীক্ষার্থী ৩২,৭১৪। গড় পাসের হার ৮৫.৪৮%।
- মুমতায (স্টার মার্ক) ১,৩৪২ জন।
- জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫,৮৭৩ জন।
- জায়্যিদ (২য় বিভাগ) ১২,৯০০ জন।
- মাকবুল (৩য় বিভাগ) ৭,৮৪৮ জন।
এছাড়া বিস্তারিত পরীক্ষার ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল হাইয়ার নিজস্ব ওয়েবসাইট
https://hems.alhaiatululya.org
https://hems.alhaiatululya.org/exam-result এ পাওয়া যাবে।
এমএম/