মুহাম্মাদ মারুফ খান
গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহ শহরের অনুভব কমিউনিটি সেন্টারে জেলা যুব জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হয়। তাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সভাপতি মাও.খালেদ সাইফুল্লাহ সাদী। মাও.আব্দুল্লাহিল বাকীর সভাপতিত্বে মাও.মতিউর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব জমিয়ত সভাপতি মাও.তাফহিমুল হক, সাংগঠনিক সম্পাদক মাও.চৌধুরী নাসির আহমাদ, দফতর সম্পাদক মাও মুকতাদির আহমাদ।
উপস্থিত উলামা কেরাম, সম্প্রতি হবিগঞ্জে আলেমের বাড়িতে হামলা, জেলা যুব জমিয়ত নবনির্বাচিত সভাপতি মাও.আশরাফুজ্জামান এর বাড়িতে হামলাসহ সারা দেশে চলমান ডাকাতি ছিনতাই এর তীব্র নিন্দা প্রকাশ করেন। এবং দ্রুত এর সুষ্ঠ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এবং আইনশৃঙ্খলা উন্নতি করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
কাউন্সিলে মাও.আশরাফুজ্জামানকে সভাপতি, মাও.মতিউর রহমান মামুনকে সিনিয়র সহ-সভাপতি, মাও.ফিতরাতুল্লাহকে সাধারণ সম্পাদক এবং হাবিবুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য জেলা যুব জমিয়ত এর কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও.চৌধুরী নাসির আহমাদ।
কাউন্সিলে প্রতিটি উপজেলা থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মী যুব জমিয়তের কাউন্সিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এনআরএন/