বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২১ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬

শিরোনাম :
সিলেটের কওমি মাদরাসা বোর্ড আযাদ দ্বীনী এদারার কেন্দ্রীয় পরীক্ষা আগামীকাল  সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ    ইনভেস্টর্স অ্যালায়েন্স বাংলাদেশ ও IFAC-এর মধ্যে চুক্তি সম্পাদন জেসিআই বাংলাদেশ সিনেট সভা অনুষ্ঠিত চবিতে রাসুলুল্লাহ (সা.) কে নিয়ে কটুক্তি, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ ইজতেমার দ্বিতীয় ধাপে যৌতুকবিহীন ২৩ যুগলের বিয়ে বিয়ের বয়স কত হওয়া উচিত? কী বলে ইসলাম আন্দোলনে সমর্থনের কারণে কারা নির্যাতিত প্রবাসীদের পুনর্বাসনের আহ্বান জমিয়তের এই জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে: জামায়াত আমির

ইজতেমার দ্বিতীয় ধাপে যৌতুকবিহীন ২৩ যুগলের বিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
৫৮তম বিশ্ব ইজতেমার বয়ানের মঞ্চ

গাজীপুরের টঙ্গী তুরাগ পাড়ে চলছে আলমী শূরার অধীনে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর বয়ান মঞ্চের পাশেই অনুষ্ঠিত হয়েছে এ আয়োজনের অন্যতম আকর্ষণ ‘যৌতুকবিহীন বিয়ে’।

কনের সম্মতিতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে আজ ২৩ যুগলের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়িয়েছেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বিয়ের পরে বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের তিনি নব দম্পতির সুখ-সমৃদ্ধির দোয়া করেন।

এর আগে প্রথম ধাপের ইজতেমায় ৬৩ যুগলের বিয়ে অনুষ্ঠিত হয়। এ নিয়ে দুই ধাপের ইজতেমায় মোট ৮৬টি যুগলের বিয়ে সম্পন্ন হয়।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

মিডিয়া সমন্বয়ক জানান, রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামের তালিকাভুক্তির কাজ শুরু হয় এবং তা চলে আসর নামাজের আগ পর্যন্ত।

একটি রেজিস্ট্রারে নাম তালিকাভুক্তির পর হবু দম্পতির লোকজনদের কাছে একটি করে সিরিয়ালের টোকেন দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর বয়ান মঞ্চ থেকেই এ বিয়ে পড়ানো হবে।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী কনের অনুপস্থিতিতে বর-কনের অভিভাবক এবং বর সশরীরে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিয়ের আগে বর-কনের উদ্দেশ্যে বয়ান এবং বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। পরে বর-কনের অভিভাবকরা বয়ান মঞ্চের আশপাশে উপস্থিত মানুষদের মধ্যে খেজুর বিতরণ করেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব টঙ্গীর তুরাগ নদের তীরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়। শুরায়ে নিজামের প্রথম পর্বের তিন দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমা ময়দানে শুক্রবার (৩১ জানুয়ারি) দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়। এতে ২০ লাখ মুসল্লি জুমা পড়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সোমবার ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের ইজতেমা। এ পর্বে অংশ নিয়েছে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। কাল বুধবার ৫ ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে তাবলীগ জামাত বাংলাদেশের মূলধারা শূরায়ি নেজামের অধীনে দুই পর্বের বিশ্ব ইজতেমা।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ