বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ ।। ১৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
দেশের বিরুদ্ধে যে কোনো অবস্থানকে সহ্য করব না: মুফতী আদনান    নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সঙ্গে সংহতি গড়ে বাংলাদেশকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছি’ এখন একটা মারলে ৪০ টা দাঁড়িয়ে যাবে : প্রধান উপদেষ্টা ভারত নিয়ে জাতীয় ঘোষণা আসছে : জামায়াত আমির ভারতের সাথে চোখে চোখ রেখে কথা হবে: হাসনাত আব্দুল্লাহ ভারতে সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে নবাবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ  সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নারীরা আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ

‘আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সঙ্গে সংহতি গড়ে বাংলাদেশকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সঙ্গে সংহতি গড়ে তুলে নিজেদের মিত্রদের নিয়ে বাংলাদেশকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বুধবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মাওলানা মামুনুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সেকল মিত্র রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে ভারতের চারিপাশে যেসকল রাষ্ট্রগুলো ভারত তার নীতির কারণে প্রত্যাখ্যাত হয়েছে, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সঙ্গে সংহতি গড়ে তুলে ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মিত্রদেরকে নিয়ে নিজেদের শক্তিশালী করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। আমরা আশা করি যে, এ বিষয়ে আগামীতে সেসব পদক্ষেপ দেখা যাবে, ইনশাআল্লাহ।

মাওলানা মামুনুল হক বলেন, আজকে যে বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হয়েছে, ভারত এবং বাংলাদেশ নিয়ে ভারত নীতি, ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা ও আমাদের জাতীয় পতাকার প্রতি অবমাননামূলক যে আচরণ করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, ভারতের মিডিয়া ও তাদের বিভিন্ন ব্যক্তিদের যেসব বক্তব্য এসেছে এসবের তীব্র সমালোচনা এবং নিন্দা জ্ঞাপন করা হয়েছে। সেই সাথে ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকারের সাহসী পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দল একমত পোষণ করেছে। তাদেরকে সাহস যুগিয়েছে। ভবিষ্যতে যে কোনো পদক্ষেপের সঙ্গে একমত থাকবে, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তিনি জানান, ভারতের অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নিতে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে যথাযথ ভূমিকা নিতে ও বাংলাদেশের অবস্থান তুলে ধরতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সকল সংকীর্ণতার উর্ধে্ব সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রিজেন করব, সে বিষয়ে সকলের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ