নাজমুল হাসান সাকিব
বিশেষ প্রতিনিধি
গত ৭ নভেম্বর বাংলাদেশ সফরে এসেছেন বিশ্ববিখ্যাত দায়ী, মুতাকাল্লিমে ইসলাম মাওলানা মুহাম্মদ ইলয়াস গুম্মান।
দীর্ঘ এ সময়ে দেশের বিভিন্ন জায়গায় দ্বীনের দাওয়াত নিয়ে ছুটে চলছেন। আজ শনিবাদ বাদ মাগরিব তিনি কথা বলেছেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে।
এতে শাইখ উর্দূ ভাষায় আলোচনা করেন। আর অনুবাদ করেন আল-মারকাজুল ইসলামীর চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম।
জানা গেছে, আগামীকাল (রবিবার) বাদ যোহর হজরত মুতাকাল্লিমে ইসলামের আমন্ত্রণে তার খলীফা, মুরীদীন, মুতাআল্লিকীনদের নিয়ে ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। স্থান: আল-মারকাজুল ইসলামী একাডেমিক সিটি। সিরাজনগর (লালকবর), কলাতিয়া, কেরানীগঞ্জ।
আরো জানা গেছে— তিনি দুপুর ২ টা থেকে ৪ ঘটিকা পর্যন্ত সেখানে আলোচনা, নতুন বাইয়াত ও খলীফাদের খোঁজ-খবর নেবেন।
উক্ত ইসলাহী ইজতেমায় আল-মারকাজুল ইসলামীর পক্ষ থেকে সবাইকে দাওয়াত করেছেন- হাফেজ মাওলানা হামজা শহিদুল ইসলাম। তিনি বলেন— আগত মেহমানদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ।
হাআমা/