শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ।। ৩০ কার্তিক ১৪৩১ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে জাফলংয়ে শ্রমিক জমিয়তের মানববন্ধন নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ইসলামবাগ মাদরাসার মুহতামিম মুফতী আব্দুল গনী আল গাজীর ইন্তেকাল ‘সংস্কার কার্যক্রমে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন থাকতে হবে’ ফ্যাসিবাদ ও তাদের দোসররা এখনো দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত: মুফতি ফয়জুল করীম শরীয়তপুরে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর ইসলাহী জোর আগামীকাল জুলাই বিপ্লবের শহিদদের রক্তের অমর্যাদা জায়েয নয়: বায়তুল মোকাররমের খতিব রাজধানীর পল্টনে উদ্যোক্তা কনভেনশন ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত মাদানীনগর মাদরাসায় ২ দিনব্যাপী ‘ইসলাহী জোড়’ শুরু সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, ভারতের কিছু বলার দরকার নেই

জুলাই বিপ্লবের শহিদদের রক্তের অমর্যাদা জায়েয নয়: বায়তুল মোকাররমের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বায়তুল মোকররমের খতিব মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল মালেক

|| হাসান আল মাহমুদ ||

দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকররমের খতিব মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল মালেক বলেছেন, জুলাই বিপ্লবে আন্দোলনে শহিদদের রক্তের অমর্যাদা করা জায়েয নয়।

তাঁর মতে, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের রক্তের মর্যাদা রক্ষা করা আবশ্যক। তাদের রক্তের প্রতি অমর্যাদা, অবহেলা বা অবিচার করা জায়িজ নেই। বৈষম্য দূরীকরণের নামে নতুন বৈষম্য তৈরি করা অথবা বৈষম্য শব্দের অসৎ ব্যবহার করা শহিদদের রক্তের প্রতি অবিচারের নামান্তর’।

তিনি বলেন, শহীদদের জন্য দোয়া চাওয়া হোক বা না হোক সর্বাবস্থায় দোয়া করা উচিত। আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা শত্রুর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করে তারা হলো মূল শহিদ। এছাড়াও ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য যারা আন্দোলন করে তাদের প্রতি অন্যায় ভাবে জুলুম করে যদি তাদেরকে হত্যা করা হয়, তাহলে তারাও শহীদ হিসাবে গণ্য হবে। এই শহীদদের রক্তের প্রতি সম্মান জানানো এবং তাদের আন্দোলনের উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সকলের দায়িত্ব’।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) জুমার বয়ান আলোচনায় এক প্রসঙ্গে এসব বলেন খতিব। 

খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক বৈষম্যের পরিচয় দিয়ে বলেন, ‘বৈষম্য কাকে বলে? সংশ্লিষ্ট বিষয়ে যদি দুই পক্ষ সমান অধিকারের প্রাপ্য হয় তাহলে একজনকে বাদ দিয়ে অন্যজনকে দেয়া বৈষম্য। কিন্তু যার অধিকার নেই, অথবা সংশ্লিষ্ট বিষয়ে সমান পাওয়ার দাবি নাই সেক্ষেত্রে সমতা বিধান করা বৈষম্য দূরীকরণ নয়’।

‘এজন্যই জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার নামে বিভিন্ন মিডিয়া ও সেবাসংস্থার ট্রান্সজেন্ডার এজেন্ডা বাস্তবায়ন করা জায়েজ নেই।’-মন্তব্য করেন তিনি।

ইসলামবিরোধী কর্মকাণ্ডকে সমর্থন করা মানে জুলাই-আগস্ট বিপ্লবের সাথে বেইমানি করা আখ্যা দিয়ে খতিব বলেন ,আজকে লক্ষ্য করলাম ইসলামের প্রতি অনুরাগী দাবিদার একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনে জেন্ডা.র সমতা বিধান দায়িত্বশীল বা সম্পাদক নামে পদ সৃষ্টি করা হয়েছে। এটি খুবই দুঃখজনক ঘটনা। এ সকল এজেন্ডা বাস্তবায়নের নামে ইসলামবিরোধী কর্মকাণ্ডকে সমর্থন করা মানে জুলাই-আগস্ট বিপ্লবের সাথে বেইমানি করা‘।

এসময় খতিব দেশের জনগণকে শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে সতর্ক দৃষ্টি রেখে বিপ্লবের উদ্দেশ্য সফল করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের সরকার, সকল রাজনৈতিক দল এবং মুসলিম-হিন্দুসহ দেশের সকল নাগরিক যদি বিপ্লবে শহিদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিপ্লবের শুকরিয়া আদায় করতে হবে। যদি না করে, তাহলে, আল্লাহ না করুন আল্লাহর গজব আবার হয়তো এই দেশের ওপর চেপে বসবে। এজন্য আমাদের সকলকে তার অবস্থান থেকে সতর্ক হয়ে বিপ্লবের উদ্দেশ্য সফল করতে হবে ইনশাআল্লাহ’।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ