শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাল বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী, জেনে নিন সফরসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আমিরুল হিন্দ আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী

|| হাসান আল মাহমুদ ||

আগামীকাল বাংলাদেশ সফরে আসছেন বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক ইসলামিক স্কলার আওলাদে রাসুল, আমিরুল হিন্দ ল্লামা সাইয়েদ আরশাদ মাদানী

কাল শুক্রবার (১৫ নভেম্বর) বেলা দেড়টায় তিনি বাংলাদেশ এয়ারপোর্টে অবতরণ করবেন।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আওয়ার ইসলামকে মুঠোফোনে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন মাওলানা আরশাদ মাদানীর সফরের জিম্মাদার, মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ-এর মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া

তিনি জানান,  আমিরুল হিন্দ আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী (দামাত বারাকাতুহুম) সাত দিনের সফরে কাল বাংলাদেশে আসছেন। কাল শুক্রবার (১৫ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলায় ইসলামি মহাসম্মেলন, ইসলাহী বয়ান ও বাইয়াতের প্রোগ্রাম করবেন এবং ২১ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় বাংলাদেশ বিমানযোগে দিল্লির উদ্দেশ্য রওয়ানা হবেন।

সাইয়েদ আরশাদ মাদানী দা. বা.-এর সফরসূচি:

শুক্রবার (১৫ নভেম্বর) ভারতের দিল্লি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দুপুর ৩ টায়  চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হবেন এবং মাগরিবের পর জমিয়তুল ফালাহ চট্টগ্রাম আন্তর্জাতিক মহাসম্মেলনে যোগ দেবেন।

১৬ নভেম্বর (শনিবার)  সকালে শাহ আমানত বিমানবন্দর থেকে বিমানে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। ঢাকা থেকে রাজশাহী ইসলামী মহাসম্মেলনে যোগ দিবেন, সেখানে বয়ান ও বাইয়াত করাবেন। বিকালে রাজশাহী থেকে ঢাকায় আসবেন। রাতে মাদানী নগর মাদরাসায় ইসলাহি জোড়ে বয়ান ও বাইয়াত করাবেন।

১৭ ও ১৮  নভেম্বর/২৪ রবিবার ও সোমবার সিলেটের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।

১৭ নভেম্বর (রবিবার) সকাল ৯ টায় হবিগঞ্জ বানিয়াচং রওয়ানা, সকাল ১০টায় সম্মেলনে বয়ান পেশ করবেন। সকাল ১১ টায় শেখবাড়ি জামিয়ায় বয়ান। বাদ যোহর জামিয়া কৌড়িয়ায় বয়ান। বাদ এশা সিলেট শহরে সাইয়েদ নাসিরুদ্দিন মসজিদে বয়ান ও দোয়া করবেন।

১৮ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় জামিয়া ইসলামিয়া দারুল উলূম হেমু মাদরাসায় বয়ান।  সকাল ১১টায় শরীফগঞ্জ মাহফিলে বয়ান। তারপর সকাল ১১টায় চকরকান্দি মাহফিলে বয়ান। সিলেট শহরের সৈয়দ নাসিরুদ্দিন জামে মসজিদে বাইয়াত।  হাফেজ মাওলানা মহসিন সাহেবের বাড়িতে রাত্রিযাপন।

১৯ নভেম্বর মঙ্গলবার সকাল  ৯টায় প্লেনে ঢাকার উদ্দেশে রওয়ানা। সকাল ১০টায় জামিয়াতুন নূর আল কাসেমিয়া উত্তরায় দোয়া। তারপর মানিকগঞ্জের উদ্দেশে রওয়ানা।  পথে সাভার মারকাযুল ইলমি ওয়াদ দাওয়াহতে আছরের নামায আদায়,  সংক্ষিপ্ত নসিহত ও দোয়া। সন্ধ্যা ৭টায় মানিকগঞ্জ দারুল উলূম মাদরাসায় বয়ান। জামিয়া হযরত বিলাল রাযি.-তে রাত্রিযাপন।

২০ নভেম্বর ৯ টায় বিমানযোগে যশোরের উদ্দেশে রওয়ানা। যশোরে মাহফিলে বয়ান। তারপর সন্ধ্যা ৬:৪৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে রাত্রিযাপন।

২১ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় বাংলাদেশ বিমানযোগে দিল্লির উদ্দেশে রওয়ানা হবেন।

উল্লেখ্য,  এসব মাহফিলে ইসলামি শিক্ষাব্যবস্থা, কওমি মাদরাসার প্রয়োজনীয়তা, রাসূলের আদর্শ, আখেরাত-পরকাল ইত্যাদি নিয়ে আলোচনার পাশাপাশি মানুষের আত্মোন্নয়ন নিয়ে বিস্তর আলোচনা করবেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ