বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে রমজান সামনে রেখে প্রস্তুত হচ্ছে রিয়্যালিটি শো ‘পবিত্র কুরআনের আলো’

দেওবন্দে জ্যোতির্বিদ্যা বিষয়ে মাওলানা সামির কাসেমীর ব্যতিক্রমী দরস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক ইমতিয়াজ কাসেমী
দেওবন্দ প্রতিনিধি>>

 দারুল উলুম দেওবন্দে রবিবার (১০ নভেম্বর) বাদ মাগরিব এক বিশেষ দরসে জ্যোতির্বিদ্যা ও মহাকাশ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এই গুরুত্বপূর্ণ দরস প্রদান করেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জ্যোতির্বিজ্ঞানী মাওলানা সামির উদ্দিন কাসেমী। 

দেওবন্দের মেশকাতের দরসগাহে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই সেশনে ছাত্রদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। 

মাওলানা সামির উদ্দিন কাসেমী তার দালিলিক আলোচনা ও সহজবোধ্য উপস্থাপনার মাধ্যমে জটিল বিষয়গুলো সহজে তুলে ধরেন। তার এই বিশেষ দরসে দেওবন্দের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। দারুল ইকামা মাওলানা মনির উসমানীর তত্ত্বাবধানে এই দরসের আয়োজন করা হয়, যা দেওবন্দে এক বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে। 

মাওলানা সামির উদ্দিন কাসেমী জন্মসূত্রে ভারতীয় হলেও বর্তমানে ইংল্যান্ডের ম্যানচেস্টারে বসবাস করেন। তিনি কয়েকটি দাওয়াতি প্রোগ্রামের উদ্দেশ্যে ভারতে সফর করছেন। 

প্রসঙ্গত, তিনি দেওবন্দের প্রাক্তন শাইখুল হাদিস নাসির আহমদ খান সাহেব রহ.-এর নিকট জ্যোতির্বিদ্যা বিষয়ে শিক্ষালাভ করেন এবং আজ তিনি এই বিদ্যায় বিশ্বজুড়ে প্রশংসিত। 

কাসেমী সাহেব নিজেকে ‘দেওবন্দের সন্তান’ বলে পরিচয় দিতে গর্ববোধ করেন এবং বলেন, ‘আমার এই অর্জন দেওবন্দের বরকতেই সম্ভব হয়েছে।’ এই বিদ্যায় তার অগাধ পাণ্ডিত্যের জন্য ভিসাবিহীন ভ্রমণের অনুমতি নিয়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন। জটিল বিষয়গুলোকে সহজভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে তার দক্ষতা ও একাধিক বিষয়ে লেখালেখি ও গবেষণায় তার অবদান সকলের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ