বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: মুফতী ফয়জুল করীম আজারবাইজান থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত নারায়ণগঞ্জ ক্যাম্পাসের ভর্তি কার্যক্রম শুরু ৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে ছাত্র মজলিসের সংবর্ধনা কাল বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী, জেনে নিন সফরসূচি আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় উত্তরাধিকার: মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম পিরোজপুর জেলা শাখা কমিটি গঠিত বাংলাদেশে দূতাবাস খোলার আশ্বাস আজারবাইজানের প্রেসিডেন্টের অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস সাতকাছেমিয়া মাদরাসায় তিন দিনব্যাপী সম্মেলন আগামীকাল থেকে শুরু

দেওবন্দে জ্যোতির্বিদ্যা বিষয়ে মাওলানা সামির কাসেমীর ব্যতিক্রমী দরস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক ইমতিয়াজ কাসেমী
দেওবন্দ প্রতিনিধি>>

 দারুল উলুম দেওবন্দে রবিবার (১০ নভেম্বর) বাদ মাগরিব এক বিশেষ দরসে জ্যোতির্বিদ্যা ও মহাকাশ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এই গুরুত্বপূর্ণ দরস প্রদান করেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জ্যোতির্বিজ্ঞানী মাওলানা সামির উদ্দিন কাসেমী। 

দেওবন্দের মেশকাতের দরসগাহে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই সেশনে ছাত্রদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। 

মাওলানা সামির উদ্দিন কাসেমী তার দালিলিক আলোচনা ও সহজবোধ্য উপস্থাপনার মাধ্যমে জটিল বিষয়গুলো সহজে তুলে ধরেন। তার এই বিশেষ দরসে দেওবন্দের বিভিন্ন বিভাগের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। দারুল ইকামা মাওলানা মনির উসমানীর তত্ত্বাবধানে এই দরসের আয়োজন করা হয়, যা দেওবন্দে এক বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে। 

মাওলানা সামির উদ্দিন কাসেমী জন্মসূত্রে ভারতীয় হলেও বর্তমানে ইংল্যান্ডের ম্যানচেস্টারে বসবাস করেন। তিনি কয়েকটি দাওয়াতি প্রোগ্রামের উদ্দেশ্যে ভারতে সফর করছেন। 

প্রসঙ্গত, তিনি দেওবন্দের প্রাক্তন শাইখুল হাদিস নাসির আহমদ খান সাহেব রহ.-এর নিকট জ্যোতির্বিদ্যা বিষয়ে শিক্ষালাভ করেন এবং আজ তিনি এই বিদ্যায় বিশ্বজুড়ে প্রশংসিত। 

কাসেমী সাহেব নিজেকে ‘দেওবন্দের সন্তান’ বলে পরিচয় দিতে গর্ববোধ করেন এবং বলেন, ‘আমার এই অর্জন দেওবন্দের বরকতেই সম্ভব হয়েছে।’ এই বিদ্যায় তার অগাধ পাণ্ডিত্যের জন্য ভিসাবিহীন ভ্রমণের অনুমতি নিয়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন। জটিল বিষয়গুলোকে সহজভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে তার দক্ষতা ও একাধিক বিষয়ে লেখালেখি ও গবেষণায় তার অবদান সকলের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ