বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ ।। ২২ কার্তিক ১৪৩১ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাওলানা মুহিউদ্দীন খান ইসলামি সাহিত্য-সাংবাদিকতা জগতের কিংবদন্তি : ধর্ম উপদেষ্টা ইসলামী আদর্শ বাস্তবায়ন ছাড়া অন্য কিছু মানবো না: মুফতী ফয়জুল করীম হেফাজতে ইসলাম বাংলাদেশের ঝালকাঠি জেলা কমিটি গঠন নড়াইল-২ আসনের এমপি পদপ্রার্থী ঘোষণা করলো জমিয়ত খেলাফত মজলিস মালয়েশিয়ার কুয়ালালামপুর শাখার উদ্যোগে সিরাতুন্নবী সা. মাহফিল ১৮ নভেম্বর খুলনায় চরমোনাই পীরের গণসমাবেশ ৫ নভেম্বর মহাসম্মেলনে আগত মুসল্লিদের আপ্যায়নে মানব আর্তসেবা ফাউন্ডেশন রোজায় নিত্যপণ্যের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ আছে : অর্থ উপদেষ্টা খেলাফত আন্দোলন ডেমরা থানা শাখার নতুন কমিটি ঘোষণা সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেফতার

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টার নিয়ে বিভ্রান্ত হবেন না: মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংবাদ ব্রিফিংয়ে আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব। ছবি: আওয়ার ইসলাম

|| হাসান আল মাহমুদ ||

দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের আহ্বানে আগামী ৫ নভেম্বর-২৪ সোহরাওয়ার্দী উদ্যানের ইসলামী মহাসম্মেলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার ছড়িয়ে পড়ে। এতে সম্মেলনে কারা থাকবেন, কারা বক্তব্য রাখবেন বিষয়ে আলেমদের একটি দীর্ঘ তালিকা দেওয়া হয়েছে। অথচ এ পোস্টারটি কে বা কারা বানিয়ে ছড়িয়ে দিলো তার তথ্য অনুসন্ধান করা যায়নি।

এছাড়া ফেসবুকে মহাসম্মেলন ঘিরে আরও কয়েকটি পোস্টার ছড়িয়ে পড়তে দেখা গেছে, এসব পোস্টার আয়োজকদের নয় বলে আওয়ার ইসলাম নিশ্চিত হয়েছে।  

এ বিষয়ে আজ রবিবার (৩ নভেম্বর) বেলা ১১ টায় রাজধানীর দিলুরোডে সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফিং করেছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মাওলানা মাহফুজুল হক বলেন, ‘আমরা দেখছি এই মহাসম্মেলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তি ও অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হয় সেজন্য সবাইকে সতর্ক করছি। সুশৃংখলভাবে দ্বীন রক্ষার এই সম্মেলন সফল করার আহ্বান জানাচ্ছি।

দেখুন: ভিডিও লিংক 

এদিকে ৫ নভেম্বরের মহাসম্মেলন সফল করতে আজ রবিবার (৩ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী মাঠে কাজ তদারকি করেছেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আহমদ আলী কাসেমী প্রমুখ।

মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ বিদ্যাপীঠ হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলিল আহমাদ কাসেমীসহ শীর্ষ আলেমগণ।

আরও পড়ুনসোহরাওয়ার্দী উদ্যানে উলামা-মাশায়েখের মহাসম্মেলন মঙ্গলবা

আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানের ৫ নভেম্বর মহাসম্মেলন সফল করুন: হাটহাজারী মাদরাসার মুহতামিম

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ