শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

রাজধানীতে ক্রয়মূল্যে সবজি বিক্রি করছে তাকওয়া ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
রাজধানীতে ক্রয়মূল্যে সবজি বিক্রি করছেন আলেমরা

|| হাসান আল মাহমুদ ||

রাজধানীতে ক্রয়মূল্যে সবজি বিক্রি করতে দেখা গেছে আলেমদের। মিরপুর, মোহাম্মদপুরসহ ঢাকার কয়েকটি এলাকায় তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ’র এমন উদ্যোগ সাড়া জাগিয়েছে জনমনে।  

গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ও আজ শুক্রবার (২৫ অক্টোবর) এমন চিত্র দেখা গেছে আলেমদের।

আজ শুক্রবার বিকাল ৩টায় মিরপুরের আরজাবাদ মাদরাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও আরেক বিশিষ্ট ইসলামি আলোচক মাওলানা লোকমান মাজহারীকে আনসার ক্যাম্প বাসস্ট্যান্ডের পূর্বদিকে সবজি বিক্রি করতে দেখা গেছে। তাঁদের সঙ্গে একদল আলেম-ওলামা ও মাদরাসা ছাত্রদের দেখা গেছে সহায়তা করতে।

এছাড়া গতকাল মোহাম্মদপুরে বিশিষ্ট আরবি সাহিত্যিক মাওলানা শফিকুল ইসলাম ইমদাদ রাহাত’র নেতৃত্বে একদল আলেম-ওলামা ও মাদরাসা ছাত্রদের কেনা দামে সবজি বিক্রি করতে দেখা গেছে।

জানা গেছে এমন অভিনব আয়োজনের উদ্যোক্তা দেশের অন্যতম সেবাসংস্থা ‘তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ’।

দেশের চলমান মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষরা যাতে স্বল্প দামে সবজি কিনে খেতে পারে, সেজন্যই এমন উদ্যোগ গ্রহণ করেন তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট আলেম ও সমাজসেবক মাওলানা গাজী ইয়াকুব

আর তাঁর ডাকেই সাড়া দিয়ে ক্রয়মূল্যে সবজি বাজার উদ্ভোদন করেন বৃহত্তর মিরপুরের শ্রদ্ধেয় মুরুব্বি আলেম ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, জামিয়া ইসলামিয়া মাযহারুল উলুমের মুহতামিম মাওলানা মাওলানা লোকমান মাযহারী ও মোহাম্মদপুরে মাওলানা শফিকুল ইসলাম ইমদাদি রাহাত’র নেতৃত্বে আলেমরা।

মাওলানা শফিকুল ইসলাম ইমদাদি রাহাত আজ শুক্রবার বেলা ১১.৩৫টায় সবজি বিক্রি প্রসঙ্গে জানান, এক ভদ্রলোক ৪০ দিয়ে এককেজি পেঁপে কিনে আমাদের সামনে দিয়ে যাচ্ছিলেন। সবজির মূল্য দেখে কয়েককেজি বিভিন্ন সবজি নিলেন এবং ২০ টাকা দিয়ে আরেক কেজি সবজি নিলেন। এই মূল্যে বিক্রয় করে আমরা তো লস দিচ্ছি না। এতো বেশি লাভ করার ধান্দা থাকলে সবজির বাজার লাগামহীন হবেই।

এর আগে গতকালকের সবজি বিক্রি প্রসঙ্গে তিনি এক পোস্টে জানান, প্রায় ৯০০ গ্রাম ধুন্দুল, এককেজি বেগুন, আধাকেজি পটল এবং এককেজি পেঁপে কিনেছেন মাত্র ১৩৫ টাকায়। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই বিক্রয় করছি নিত্যপ্রয়োজনীয় সবজি। আজ আমাদের কার্যক্রম প্রায় শেষ। আগামীকাল সকাল ও বিকাল দুই শিফটে থাকবো ইনশাআল্লাহ।

এমন উদ্যোগের কারণ প্রসঙ্গে মাওলানা গাজী ইয়াকুব জানান, সিন্ডিকেট ভেঙে দিতে দেশের মানুষের জন্য ক্রয়মূল্যে সবজি বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু আলহামদুলিল্লাহ। আমাদের এই ধারাবাহিকতা যেন অব্যাহত রাখতে পারি দোয়ার মুহতাজ।

এছাড়া, ক্রয়মূল্যে সবজি বিক্রির এই কার্যক্রম মিরপুর-মোহাম্মদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক চলবে বলে জানান তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই মাওলানা গাজী ইয়াকুব।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ