|| কাউসার লাবীব ||
গণঅভ্যুত্থানের জাতীয় সংগ্রামের ইতিহাসে এখন এক অবিশ্বাস্য প্রেরণার নাম শহীদ আবু সাঈদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশের গুলিতে শহীদ হন এই অকুতোভয় সংগ্রামী।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া প্রথম শিক্ষার্থী।
এবার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন উপমহাদেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন তারা।
এসময় হেফাজত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যাওলানা আজীজুল হক ইসলামবাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, অর্থ সম্পাদক মুফতী মুনীর হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা বশীরুল্লাহ প্ৰমুখ।
কেএল/