শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’

চরমোনাই পীরের সঙ্গে মাওলানা মামুনুল হকের বৈঠক, আলোচনায় ‘আলেম প্রতিনিধি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
চরমোনাই পীরের সঙ্গে মাওলানা মামুনুল হকের বৈঠক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করীম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক।

আজ বুধবার (৭ আগস্ট) সন্ধায় পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এ সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হয়।

মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সৌজন্য বিনিময়ে সাক্ষাৎ করতে আসেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম’র সঙ্গে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ প্রমুখ নেতৃত্ববৃন্দ।

এছাড়া সাক্ষাৎ বিনিময়ে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব ও হেফাজত নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

সৌজন্য সাক্ষাৎ কী নিয়ে অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে মাওলানা জালালুদ্দীন আহমদ আওয়ার ইসলামকে জানান, ‘আমরা গিয়েছিলাম দেখা করতে। এ সাক্ষাৎ সৌজন্যমূলক। আমরা এলাম, চা পান করলাম।’

সাক্ষাতে কী নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে এ শায়খে চরমোনাইয়ের একান্ত সচিব মাওলানা আবু বকর সিদ্দিক আওয়ার ইসলামকে জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠন, আলেম প্রতিনিধির প্রস্তাব ইত্যাদি চলমান প্রেক্ষাপটে করণীয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে।’

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, বৈঠকে ‘অন্তর্বর্তীকালীন সরকারে একজন গ্রহণযোগ্য আলেম প্রতিনিধির ব্যাপারে সবাই জোরালো মনোভাব ব্যক্ত করেছেন’।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ