|| হাসান আল মাহমুদ ||
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে পরিচালিত মাদরাসাগুলেোতে বোর্ড পরিদর্শকের পরিদর্শন শুরু হয়েছে।
আজ পহেলা মহররম ১৪৪৬ হিজরী সোমবার (৮ জুলাই ২০২৪) হতে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে।
বোর্ডটির দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানী ঢাকা দিয়েই আরম্ভ হয়েছে পরিদর্শন কর্মসূচি। এ উপলক্ষে বোর্ডের তালিম তারবিয়াত বিভাগের দায়িত্বশীল পরিদর্শকগণ শহরের নানা মাদরাসায় পরিদর্শন করছেন।
রাজধানী ঢাকায় অবস্থিত মাদরাসাগুলোর পরিদর্শন কর্মসূচি সমাপ্ত হলে সারাদেশের মাদরাসাগুলোতে পরিদর্শন করতে যাবেন পরিদর্শকরা।
পরিদর্শনে কী কী বিষয় প্রাধান্য পাবে? এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক দায়িত্বশীল পরিদর্শক আওয়ার ইসলামকে জানান, ‘প্রথমত ছাত্রদের পড়ালেখার হাল-হাকিকত জানা, কার কতটুকু পড়া হয়েছে, সেগুলোর কতোটা আয়ত্ব আছে, কিতাব কতোটা বুঝেছে সে আলোকে তাদের যাচাই করেন আমাদের পরিদর্শকগণ।
এছাড়া, মাদরাসার পরিবেশসহ নানা বিষয়গেুলো খেয়াল করেন পরিদর্শকরা।
মাদরাসার পড়ালেখা, পরিবেশ ইত্যাদি অনুকুলে না হলে বোর্ড কোনো ব্যবস্থা নিবে বা নেয় কি না? জানতে চাইলে তিনি জানান, ‘এ বিষয়ে পরিদর্শকরা মাদরাসাগুলোকে অনুকুল পরিবেশ ও পড়োলেখার মানোন্নয়নে বিশেষ পরামর্শ দেন।
হাআমা/