বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাঘাটার খাদ্য কর্মকর্তা চাকরিচ্যুত, ৫২ লাখ টাকা জরিমানা বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন গুরুতর জখম, ঢাকা মেডিকেলে প্রেরণ নওগাঁ রাণীনগরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প যশোরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের ক্রয়মূল্যে কাঁচাবাজার খাগড়াছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব মাওলানা কারী সাইদুর রহমান আর নেই

ক্লাস বন্ধ করে তিন দিনের জন্য তাবলিগ জামাতে মাদরাসা দারুর রাশাদের শিক্ষক-শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: ক্লাস বন্ধ করে তিন দিনের জন্য তাবলিগ জামাতে গেলো রাজধানীর মিরপুর-১২ মাদরাসা দারুর রাশাদের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ মে) বের হয়ে আজ রবিবার (২৬ মে) সকালে ফিরে আসে দাওয়াত ও তাবলীগের মারকায হিসেবে পরিচিত রাজধানীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মাদরাসা দারুর রাশাদ’র শিক্ষক-শিক্ষার্থীদের জামাত।

মাদরাসা কর্তৃপক্ষ থেকে জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ সালমান কিতাব বিভাগের সকল ছাত্র ও শিক্ষককে তিন দিনের জন্য দাওয়াত ও তাবলীগে বের হওয়ার ব্যবস্থা করেছেন’।

মোট ২০ টি জামাত বের হয়েছে। প্রতিটি জামাতে ২০-২২ জন করে সাথী রয়েছে।

মিরপুরের বিভিন্ন মসজিদে তারা তিন দিন অবস্থান করে মানুষের মাঝে দাওয়াতের কাজ জোরদার করতে ভূমিকা আঞ্জাম দেন।

এ বিষয়ে মাদরাসাটির শিক্ষা সচিব মাওলানা লিয়াকত আলী আওয়ার ইসলামকে জানান, আমাদের দারুর রাশাদ থেকে প্রতি বছর কুরবানির আগে ক্লাস বন্ধ করে সকল ছাত্র তিন দিনের জন্য তাবলিগ জামাতে বের হয়। এছাড়া, প্রতি সপ্তাহে ২৪ ঘন্টার জন্য ও ছুটির সময় তিন দিনের জন্য তাবলিগ জামাত বের হয়।

ক্লাস বন্ধ করে জামাত বের হওয়ার উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন, দাওয়াত ও তাবলিগের মেহনতের সঙ্গে আলেমরা সর্বাঙ্গীনভাবে জড়িত তো আছেই। এক যোগে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের দাওয়াত ও তাবলিগের মেহনতে সম্পৃক্ত থাকার জন্য আমাদের মুহতামিম সাহেব (মাওলানা মুহাম্মাদ সালমান) এ আয়োজনের ব্যবস্থা করেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ