শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

পুলিশ সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছেন কওমি পড়ুয়া মাওলানা মুজাহিদুল ইসলাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

পুলিশ সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছেন কওমি পড়ুয়া মাওলানা মুজাহিদুল ইসলাম। তিনি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১ সাভার হেডকোয়াটার্স এর বিশেষ কক্ষে এস.পি, এডিশনাল এ.এস.পিসহ বিভিন্ন পদের প্রায় ২০ জন পুলিশ সদস্যকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এর উপর প্রশিক্ষণ প্রদান করছেন।

বাংলাদেশ পুলিশ সদস্যদের তিনি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।

আরও পড়ুন: কওমি মাদরাসায় পড়ে কিভাবে বিসিএস ক্যাডার হয়ে ওঠলেন মোহাম্মদ রিয়াজ উদ্দিন

কওমি পড়ুয়া এই প্রতিভাবান আলেম বলেন, ‘আমার প্রতিষ্ঠান “ব্রাদার্স কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র” ২০১৮ সাল থেকে বর্তমান পর্যন্ত অত্যন্ত সুনাম ও সাফল্যের সাথে বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় পুলিশ হেডকোয়াটার্স আমার সম্পর্কে জানতে পারে। এবং তাদের এই বিশেষ প্রশিক্ষণের দায়িত্ব আমার উপর অর্পন করে’।

মাওলানা মুজাহিদুল ইসলাম ২০১৮ সালে ঢাকার লালবাগ মাদরাসা (জামেয়া কোরআনিয়া আরাবিয়া) থেকে দাওরায়ে হাদিস পাশ করেন। তারপর তিনি ধানমন্ডি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং বিষয়ে কোর্স করেন।

পড়ুন: বিশ্বজয়ী হাফেজের দেশ বাংলাদেশে কেন আসছে না বিদেশি হিফজ শিক্ষার্থী

এছাড়া, তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনেও বেসিক আইসিটির উপর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সেখানে ১০০ প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন।

নিজে শেখে অপরকে শেখাতে প্রতিষ্ঠা করেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান ‘ব্রাদার্স কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। দেশের হাজারো যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে তিনি সাবলম্বী করে তুলছেন। পুলিশ সদস্যদের ছাড়াও তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’ ফ্রিল্যান্সিং বিষয়েও প্রশিক্ষণ প্রদান করেছেন।

তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে অত্যাধুনিক ও মানসম্পন্ন প্রশিক্ষণ পদ্ধতি নিশ্চিত করে দেশের মানুষকে স্বনির্ভর ও ক্ষমতায়ন করা এবং দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি প্রান্তে উদ্যোক্তা তৈরী করাই মাওলানা মুজাহিদুল ইসলামের স্বপ্ন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ