শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

বিশ্ব ইজতেমায় কে কখন বয়ান করবেন, জেনে নিন পূর্ণাঙ্গ বয়ানসূচী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

টঙ্গীর তুরাগ তীরে আমবয়ানের মধ্য দিয়ে শুক্রবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হলো মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আর তা তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করছেন মাওলানা নুরুর রহমান। 

সাধারণত বিশ্ব ইজতেমায় কখনো স্টেজ থেকে আলোচকের নাম প্রকাশ করা হয় না। তাই অনেকেই আগ্রহী হয়ে থাকে কে কখন বয়ান করবেন তা আগে থেকেই জানার জন্য। এবারের বিশ্ব ইজতেমা উপলক্ষে ইতোমধ্যেই ময়দানে বয়ানের জন্য মাশওয়ারা সম্পন্ন হয়েছে। মাশওয়ারা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বয়ানসূচী নিচে দেওয়া হলো-

০১ ফেব্রুয়ারি ২০২৪ (বৃহস্পতিবার) 
বাদ ফজর- মাওলানা আহমদ লাট সাহেব, ভারত
বাদ যোহর- মাওলানা রবিউল হক সাহেব, বাংলাদেশ 
বাদ আছর- মাওলানা ফারুক সাহেব, বাংলাদেশ
বাদ মাগরিব- মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব, ভারত

০২ ফেব্রুয়ারি ২০২৪ (শুক্রবার) 
বাদ ফজর- মাওলানা আহমদ বাটলা সাহেব,পাকিস্তান
সকাল ১০টায় তালিম- মাওলানা জিয়াউল হক সাহেব, পাকিস্তান 
বাদ জুমা- মাওলানা ওমর খতিব সাহেব, জর্ডান 
বাদ আছর- হাফেজ মাওলানা জুবায়ের সাহেব, বাংলাদেশ 
বাদ মাগরিব- মাওলানা আহমদ লাট সাহেব, হিন্দুস্তান

০৩ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার) 
বাদ ফজর- মাওলানা আব্দুর রহমান (মুম্বাই)
বাদ জোহর- মাওলানা ইসমাইল (গোধরা)
বাদ আছর- মাওলানা জুহাইরুল হাছান (হিন্দুস্তান) 
বাদ মাগরিব- মাওলানা ইব্রাহিম দেওলা (হিন্দুস্তান) 

০৪ ফেব্রুয়ারি ২০২৪ (রোববার) 
বাদ ফজর:
হিদায়তী বয়ান- মাওলানা জিয়াউল হক (পাকিস্তান) 
দোয়ার আগে নসিহত- মাওলানা ইব্রাহিম দেওলা (হিন্দুস্তান) 
দোয়া- মাওলানা মুহাম্মদ জুবায়ের সাহেব (বাংলাদেশ)

খুছুছি নিসিস্ত-

(২ ফেব্রুয়ারি, শুক্রবার) সকাল ১০ টা-

ইংরেজি শিক্ষকদের বয়ান (বয়ানের মিম্বরে)
প্রফেসর ড. সানাউল্লাহ (ফ্রেন্স)

ইংরেজি ছাত্রদের বয়ান (নামাজের মিম্বরে)
ডা. নওশাদ সাহেব (হিন্দুস্তান)

খাওয়াছদের বয়ান (টিন শেড)
মাওলানা আকবর শরিফ (দিল্লি)

(৩ ফেব্রুয়ারি, শনিবার) সকাল ১০ টা- 

ওলামাদের বয়ান (বয়ানের মিম্বর)
মাওলানা ইব্রাহিম দেওলা (হিন্দুস্তান)

তোলাবাদের বয়ান (নামাজের মিম্বর)
মাওলানা আহমাদ হোসাইন (পাকিস্তান)

বধির খিমায় বয়ান
ভাই সানোয়ার সাহেব (হিন্দুস্তান) 

এদিকে শীত ও বৃষ্টিসহ নানা ভোগান্তি উপেক্ষা করে দেশবিদেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকা। শুক্রবার ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া এবারের আলমি শূরার বিশ্ব ইজতেমা শেষ হবে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। 

সরেজমিনে দেখা যায়, বিশ্ব ইজতেমা শুরুর দু-দিন আগে বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে স্থান না পেয়ে ময়দানের আশপাশের বিভিন্ন অলিগলি, ফুটপাত সড়ক ও আশেপাশের খোলা জায়গায় অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে মুসল্লির আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান।

বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরপরই ইজতেমা ময়দানে জড়ো হওয়া লাখ লাখ মুসল্লি বৃষ্টির বাগড়ায় পড়েন। এতে ভোগান্তি বাড়ে তাদের। বৃহস্পতিবার দিনভর আকাশ মেঘলা থাকলেও সন্ধ্যার আগ পর্যন্ত সেভাবে বৃষ্টি হয়নি। কয়েক দফায় সামান্য গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছিল। মাগরিবের নামাজের পর থেকে বৃষ্টি নামা শুরু হয়েছে। এতে বেশ ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। 

তবে আজ শুক্রবার ইজতেমা ময়দান এলাকায় আকাশ পরিচ্ছন্ন। লাখো মুসল্লির অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়েছে জুমার নামাজ।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ