শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

গণমাধ্যমের প্রয়োজনীয়তা: কী ভাবছেন আলেমসমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
নুর আলম সিদ্দিকী

|| হাসান আল মাহমুদ ||

গণমাধ্যমকে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে গণ্য করা হয়। আর্থসামাজিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। ইলেক্ট্রনিক, প্রিন্ট, অনলাইন, এফএম রেডিওসহ গণমাধ্যমের রয়েছে নানা দিক। গণমাধ্যম একটি জাতির আয়না বলেও বিবেচিত হয়ে থাকে। 

গত শতাব্দীতে গণমাধ্যমের প্রয়োজনীয়তা অনূভব করে আলেমসমাজের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। একাধিক জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ও বাংলা সাংবাদিকতার পথিকৃৎ মাওলানা আকরাম খাঁ-সহ অনেক আলেম ছিলেন গণমাধ্যমের কর্ণধার।

বর্তমান সময়ে আলেমসমাজ গণমাধ্যমের প্রয়োজনীয়তা নিয়ে কী ভাবছেন সে বিষয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন দেশের বিশিষ্ট কয়েকজন আলেম। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় অনার্স-মাস্টার্স পাশ করা কওমি আলেম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহাদ্দিস মাওলানা লিয়াকত আলী আওয়ার ইসলামের বর্ষপূর্তি আয়োজনের একটি সাক্ষাৎকারে বলেন, ‘ওলামায়ে কেরামের কাজ হচ্ছে ইসলামের প্রচার-প্রসারে ভূমিকা রাখা। গণমাধ্যম ইসলাম প্রচার-প্রসারের একটা কার্যকর উপায় বা মাধ্যম। এতে আলেমদের অংশ গ্রহণের একমাত্র কারণ মনে করি ‘ইসলামের প্রচার-প্রসার’। ওলামায়ে কেরাম ওয়াজ করেন, বক্তৃতা করেন, এতে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছানো যায়। কিন্তু আলেমগণ যদি গণমাধ্যমে যুক্ত হন, তাহলে অসংখ্য মানুষের কাছে ইসলাম পৌঁছানো যায়।’

এদিকে, গণমাধ্যমের প্রয়োজনীয়তা কেমন অনুভব করছেন? প্রশ্নে নারায়নগঞ্জ ডি. আইটি মসজিদের খতিব দেশের অন্যতম শীর্ষ আলেম মাওলানা আব্দুল আওয়াল বলেন, মিডিয়ার প্রয়োজনীয়তা অবশ্যই আছে বলে আমি অনুভব করি। এর মাধ্যমে মানুষের চাহিদা পূরণ করা যায়। যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়। বর্তমানে সরকারি-বেসরকারি নানা গণমাধ্যম রয়েছে।

কিন্তু নিরেট ইসলামের প্রচার-প্রসারে গণমাধ্যম তেমন নেই, এজন্য আলেমদের উদ্যোগে গণমাধ্যম প্রতিষ্ঠা সময়ের অপরিহার্য দাবি বলে মনে করছি।

রামপুরার বাইতুল মারুফ জামে মসজিদের খতিব বিশিষ্ট বক্তা মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, ‘বর্তমানের যুগ মিডিয়ার যুগ। গণমাধ্যম দ্বীনের প্রচার-প্রসারের জন্য সম্ভব্য যতো ধরন আছে, সব আমাদের অবলম্বন করা দরকার শরিয়তের আওতায় থেকে। যদি আমাদের কেউ ইসলামের আওতায় কোনো মিডিয়া করেন বা চালান, তাহলে সে মিডিয়ার পাশে থাকা উচিত বলে মনে করছি।’

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘গণমাধ্যমকে বলা হয় জাতির বিবেক। গণমাধ্যম চাইলে বিপ্লব সংঘটিত হয়, সংস্কার সাধিত হয়। গণমাধ্যম যদি উদ্যোগ নেয়, তাহলে অবশ্যই অবশ্যই একটা জাতির উত্থান-পতনে ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে। সুতরাং ওলামায়ে কেরাম অবশ্যই গণমাধ্যমের পক্ষে, সুস্থ ধারার সাংবাদিকতার পক্ষে আছেন এবং থাকবেন।’ 

ইসলামি আন্দোলন বাংলাদেশ দেশের অন্যতম শীর্ষ ইসলামি দল। এ দলের নিজস্ব মিডিয়া নেই কেন এবং তার প্রয়োজনীয়তা অনুভব করছে কি না জানতে চাইলে দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ বলেন, ‘গণমাধ্যমের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। এটা খুবই প্রয়োজন এবং এ প্রয়োজন মিটাতে আমরা ধাপে ধাপে চেষ্টা করছি। আপাতত, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব মিডিয়ায় পদচারণা আছে। এছাড়া, আমাদের একটি নিয়মিত মাসিক পত্রিকা আছে। ইনশাআল্লাহ, ধাপে ধাপে আমরা জাতীয় গণমাধ্যমের দিকে অগ্রসর হবো।’ 

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ