শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

পরীক্ষা শেষে নাড়ির টানে বাড়ি ফিরছে মাদরাসা শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| আদিয়াত হাসান ||

দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে ছুটিতে যাচ্ছে দেশের অধিকাংশ কওমি মাদরাসা।

গত সপ্তাহের মাঝামাঝি ও শেষের দিকে শুরু হয় দ্বীনি শিক্ষার সূতিকাগারখ্যাত কওমি মাদরাসাগুলোর দ্বিতীয় সাময়িক পরীক্ষা। পরীক্ষা শেষে ক্লান্তি ঝেরে নিতে এক সপ্তাহের মতো ছুটি পাচ্ছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তবে কিছু কিছু প্রতিষ্ঠানে চলমান অবরোধের  ঝামেলা এড়াতে চলতি সপ্তাহের মাঝামাঝিতে ছুটি দেওয়া হয়। এছাড়া কিছু প্রতিষ্ঠান আগামী সপ্তাহের মাঝামাঝিতে ছুটি হবে।

একসপ্তাহের মতো এই ছুটি কীভাবে কাটানো হবে? জানতে চেয়েছিলাম কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছে। তারা জানান, বন্ধের আগে আমাদেরকে উস্তাদগণ বেশকিছু পরামর্শ দিয়ে থাকেন বন্ধ কাটানোর বিষয়ে। উস্তাদগণ বলেছেন, ছুটিতে মা-বাবার খেদমত, প্রতিবেশীদের খোঁজ-খবর, প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন, এলাকায় দ্বীনি কাজের সার্বিক খোঁজ-খবর নেওয়াসহ নানা কাজে এই সময় অতিবাহিত করার জন্য। আমরা সেভাবেই ছুটি অতিবাহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এদিকে, দেশের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত থাকায় সতর্কতার সঙ্গে যানবাহনে চলাচলের আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন মাদরাসা শিক্ষক। তারা জানান, ছাত্ররা যেন বের হওয়ার সময় স্টুডেন্ট আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন, প্রয়োজনীয় মোবাইল নাম্বারসহ জরুরি কাগজপত্র সঙ্গে নিয়ে বের হয়।

তাছাড়া কোনো অপ্রীতিকর অবস্থার মুখোমুখী হলে যেন ভরকে না গিয়ে স্বাভাবিক থেকে বিষয়গুলো সমাধান করে সেই আহ্বানও জানান তারা।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ