শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

বেফাকের নতুন কমিটির প্রথম ‘আমেলা বৈঠক’ শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

১১তম মজলিমে উমুমিতে নির্বাচিত আমেলা সদস্যদের নিয়ে প্রথম আমেলা বৈঠক আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

জানা যায়, আগামী শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় বেফাকের নতুন ভবনে এই আমেলা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বেফাকের সভাপতি ও হায়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

বেফাক সূত্র জানিয়েছে, বোর্ডটির সকল আমেলা সদস্যের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নির্ধারণ করা হবে বেফাকের খাস কমিটি। 

প্রসঙ্গত, বোর্ডের যেকোনো বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তের জন্য গঠন করা হয়। এতে কমবেশি ২০ জনের মতো সদস্য রাখা হয়। খাস কমিটি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর সেটি আমেলা বৈঠকে চূড়ান্তভাবে পাশ করা হয়।

উল্লেখ্য, ১১তম মজলিমে উমুমিতে ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ, ১৫০ সদস্যের মজলিসে আমেলা এবং ২৮৫ সদস্য বিশিষ্ট মজলিসে শুরার নাম ঘোষণা করে বেফাক।

গত শনিবার (৭ অক্টোবর) ঢাকার যাত্রাবাড়ীতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসা মিলনায়তনে মজলিসে উমুমির সম্মেলনে আগত প্রায় ৩ হাজার উমূমী সদস্যের মতামতের ভিত্তিতে এসব কমিটির অনুমোদন হয়।

সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও মহাসচিব ব্যতিত বাকিদের নাম প্রস্তাব করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

একই সভায় আগামী পাঁচ বছরের জন্য সভাপতি পদে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান, সিনিয়র সহ সভাপতি পদে বি-বাড়িয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার মুহতামিম মাওলানা সাজিদুর রহমান ও মহাসচিব পদে রাজধানীর ঢাকা মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আজিজিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হকের নাম প্রস্তাব করেন বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন গহরপুরী।

একনজরে বেফাকের ১৫০ সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা :

সভাপতি
১. মাওলানা মাহমুদুল হাসান যাত্রবাড়ী

সিনিয়র সহ সভাপতি
২. মাওলানা শায়খ সাজিদুর রহমান বি-বাড়িয়া

সহ সভাপতি (৩৫ জন)
৩. মাওলানা আবদুল কুদ্দুস ফরিদাবাদ
৪. মাওলানা আবদুর রহমান হাফেজ্জী ময়মনসিংহ
৫. মাওলানা আবদুল হামিদ মধুপুরী
৬. মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী
৭. মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী
৮. মাওলানা জাফর আহমদ ঢালকানগর
৯. মুফতি ফয়জুল্লাহ লালবাগ
১০. হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী
১১. মাওলানা আনাস মাদানী
১২. মুফতি রশিদুর রহমান ফারুক বরুণী
১৩. মাওলানা নুরুল ইসলাম অলিপুরী
১৪. মাওলানা আবদুল গাফফার লামারগ্রাম
১৫. মাওলানা আনোয়ারুল করিম যশোর
১৬. মাওলানা মুশতাক আহমদ খুলনা
১৭. মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া আরজাবাদ
১৮. চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
১৯. মাওলানা শাব্বির আহমদ রশিদ কিশোরগঞ্জ
২০. মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী ময়মনসিংহ
২১. মাওলানা উবায়দুর রহমান মাহবুব বরিশাল
২২. মাওলানা রুহুল আমিন খান উজানভী
২৩. মাওলানা আশেকে মোস্তফা গাজীপুর
২৪. মাওলানা শওকত হোসাইন সরকার নরসিংদী
২৫. মুফতি মনসুরুল হক
২৬. মুফতি খলিল আহমদ কাসেমী হাটহাজারী
২৭. মাওলানা ইসমাইল নূরপুরী
২৮. মুফতি দিলোয়ার হোসাইন আকবর কমপ্লেক্স
২৯. মুফতি হিফজুর রহমান জামিয়া রাহমানিয়া
৩০. মুফতি মিজানুর রহমান সাঈদ
৩১. মাওলানা সাঈদ নুর মানিকগঞ্জ
৩২. মুফতি নিয়ামতুল্লাহ ফরিদী মাদারীপুর
৩৩. মাওলানা আবুল হাসানাত আমিনী
৩৪. মাওলানা শামসুল হক সাদী হবিগঞ্জ
৩৫. মাওলানা বদর উদ্দিন মৌলভীবাজার
৩৬. মাওলানা ফয়জুল্লাহ মাদানীনগর
৩৭. মাওলানা মুহাম্মদ আনাস ভোলা

মহাসচিব
৩৮. মাওলানা মাহফুজুল হক

সহকারী মহাসচিব
৩৯. মাওলানা নুরুল হুদা ফয়েজী ঝালকাঠি
৪০. মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
৪১.মুফতি কিফায়াতুল্লাহ আজহারী
৪২. মুফতি নিয়ামতুল্লাহ সাবহানিয়া
৪৩. মাওলানা আবদুল হক
৪৪. মাওলানা নজরুল ইসলাম
৪৫. মুফতি মুবারক উল্লাহ বি-বাড়িয়া
৪৬. মাওলানা জালাল উদ্দিন মাহমুদ মাদানীনগর
৪৭. মাওলানা আরিফুর রহমান ভোলা

অর্থ সম্পাদক
৪৮. মাওলানা মনিরুজ্জামান

সাংগঠনিক সম্পাদক (১৫ জন; ১০ জন পুরুষ মাদরাসা ও ৫ মহিলা মাদরাসা)
৪৯. মাওলানা ইয়াসিন ঠাকুরগাঁও
৫০. মাওলানা আবদুল খালিক সিলেট
৫১. মাওলানা আবদুল কুদ্দুস কমিল্লা
৫২. মাওলানা হেলাল উদ্দিন ফরিদপুর
৫৩. মাওলানা আবদুল্লাহ সাভার
৫৪ মাওলানা শিহাব উদ্দিন নাটোর
৫৫. মাওলানা মীর ইদরিস চট্টগ্রাম
৫৬. মুফতি শফিকুল ইসলাম ডেমরা ঢাকা
৫৭. মাওলানা আসাদুর রহমান নেত্রকোণা
৫৮. মাওলানা রশিদ আহমদ যশোর
৫৯. মাওলানা আবদুল জব্বার চট্টগ্রাম
৬০. মাওলানা নুর আহমদ কাসেম ময়মনসিংহ
৬১. মাওলানা আবদুল হালিম বরিশাল
৬২. মাওলানা জিল্লুর রহমান কাসেমী হেমু সিলেট
৬৩. মাওলানা গোলামুর রহমান খুলনা

নির্বাহী সদস্য
৬৪. মাওলানা গোলাম রব্বানী সিলেট
৬৫. মুফতি আবুল হাসান রংপুর
৬৬. মাওলানা মাসউদুল করীম টঙ্গী
৬৭. মাওলানা আনোয়ারুল হক ময়মনসিংহ
৬৮. মাওলানা আবদুল হক পোরশা নওগাঁ
৬৯. মুফতি আবদুল হামিদ কুষ্টিয়া
৭০. মাওলানা আমিনুর রহমান পাবনা
৭১. মাওলানা ওয়াহিদ উদ্দিন বালিয়া
৭২. মাওলানা মাহফুজুল হক কাসেমী চৌধুরীপাড়া
৭৩. মাওলানা জামাল উদ্দিন ময়মনসিংহ
৭৪. মাওলানা জহুর আলী হবিগঞ্জ
৭৫. মাওলানা নাসিরুল্লাহ যশোর
৭৬. মাওলানা লেহাজ উদ্দিন গাজিপুর
৭৭. মাওলানা নুরুল ইসলাম গাজিপুর
৭৮. মাওলানা শামসুল হক কুষ্টিয়া
৭৯. মাওলানা উসমান গণী ঝিনাইদহ
৮০. মাওলানা কাজী জাবের মাগুরা
৮১. মাওলানা আবদুর রাজ্জাক চুয়াডাঙ্গা
৮২. মাওলানা রশিদ আহমদ মেরাজনগর ঢাকা
৮৩. মাওলানা আবদুল কাদের আমলাপাড়া
৮৪. মাওলানা জামাল উদ্দিন কুড়িগ্রাম
৮৫. মাওলানা আবু তাহের নারায়ণগঞ্জ
৮৬. মাওলানা শহিদুল্লাহ ফেনী
৮৭. মাওলানা মুহাম্মদ নোমান বরুড়া কুমিল্লা
৮৮. মাওলানা সাইফুল্লাহ সাতক্ষীরা
৮৯. মাওলানা আমিনুল হক ময়মনসিংহ (জামিয়া নেজামিয়া)
৯০. মুফতি আবুল হাসান সিলেট
৯১. মাওলানা মাহফুজুল হাসান বি-বাড়িয়া
৯২. মাওলানা সাঈদ আল মামুন বি-বাড়িয়া
৯৩. মুফতি বোরহান উদ্দিন কাসেমী বি-বাড়িয়া
৯৪. মাওলানা মাহবুবুর রহমান ভৈরব
৯৫. মাওলানা ঈসমাইল কিশোরগঞ্জ
৯৬. মাওলানা গোলাম মুহিউদ্দিন ইকরাম নতুনবাগ ঢাকা
৯৭. মাওলানা আবু সাঈদ সিরাজগঞ্জ
৯৮. মাওলানা নাসির উদ্দিন মাহমুদ খান
৯৯. মাওলানা জয়নাল আবেদীন লালমনিরহাট
১০০. মাওলানা সিদ্দিকুর রহমান শেরপুর
১০১. মাওলানা আনিসুর রহমান বিমানবন্দর
১০২. মাওলানা শিহাব উদ্দিন কুমিল্লা
১০৩. মাওলানা আফজাল হোসাইন দিনাজপুর
১০৪. মাওলানা আসাদ্দৌলা বগুড়া
১০৫. হফেজ আহমদ ইশ্বরগঞ্জ ময়মনসিংহ
১০৬. মাওলানা খাজা আহমাদুল্লাহ চাঁদপুর
১০৭. মাওলানা ফজলুর রহমান খালিকিয়া গাজিপুর
১০৮. মাওলানা আবুল কাসেম জামালপুর
১০৯. মাওলানা নজমুদ্দিন কাসেমী সিলেট
১১০. মাওলানা মাসরুর হাসান ময়মনসিংহ সদরের ছেলে
১১১. মাওলানা মাহমুদুল হাসান কিশোরগঞ্জ
১১২. মাওলানা আবদুল কাদির হাসনাবাদ সুনামগঞ্জ
১১৩. মাওলানা ফজলুল করীম টাঙ্গাইল
১১৪. মুফতি তৈয়্যব হোসাইন নারায়ণগঞ্জ
১১৫. মাওলানা আবদুল হক কাউসারী পটুয়াখালী
১১৬. মাওলানা দোলেয়ার হোসাইন ময়মনসিংহ
১১৭. মাওলানা আমিনুল হক ময়মনসিংহ
১১৮. মাওলানা মিজানুর রহমান ঢাকা
১১৯. মাওলানা আবদুর রব ইউসুফী রামপুরা
১২০. মাওলানা আরিফ বিল্লাহ ঝিনাইদহ
১২১. মাওলানা সামিউর রহমান মুসা সিলেট
১২২. মাওলানা নজরুল ইসলাম মালিবাগ ঢাকা
১২৩. মাওলানা উবায়দুর রহমান খান নদভী বেফাক
১২৪. মাওলানা মিনহাজ উদ্দিন চকবাজার ঢাকা
১২৫. মাওলানা আবুল বাশার নোমানী মিরপুর-১৪ ঢাকা
১২৬. মাওলানা বশির আহমদ মুন্সিগঞ্জ
১২৭. মুফতি শামসুদ্দিন জামালপুর
১২৮. মাওলানা মামুনুর রশীদ লক্ষীপুর
১২৯. মাওলানা সিরাজুল ইসলাম চাঁদপুর
১৩০. মাওলানা মুজ্জামিল বিন ইউনুস বান্দরবন
১৩১. মাওলানা গোলাম মুহিউদ্দীন ভোলা
১৩২. মাওলানা আবু বকর শরীয়তপুর
১৩৩. মাওলানা নূরুল আলম ময়মনসিংহ
১৩৪. মাওলানা জুনাইদ আল হাবিব মিরপুর, ঢাকা
১৩৫. মাওলানা আবু ইউসুফ নেত্রকোণা
১৩৬. মাওলানা সলিমুল্লাহ চট্টগ্রাম
১৩৭. মাওলানা সিদ্দিক আহমদ নোমান নোয়াখালী
১৩৮. মুফতি মাহমুদুল হাসান মুহাম্মদপুর ঢাকা
১৩৯. মাওলানা আবদুস সালাম সিলেট
১৪০. মাওলানা আনোয়ারুল হক ঢাকা
১৪১. মাওলানা লোকমান মাজহারী ঢাকা
১৪২. মাওলানা আবদুল খালেক সিরাজী হবিগঞ্জ
১৪৩. মাওলানা আলী আহমদ চৌধুরী মাদারীপুর
১৪৪. মাওলানা আশরাফ আলী নরসিংদী
১৪৫. মাওলানা মাসঊদ আহমদ বারিধারা ঢাকা
১৪৬. মুফতি আবু সাঈদ ফুলছোয়া চাদপুর
১৪৭. মুফতি ইমরান হোসাইন কাসেমী মিরপুর ঢাকা
১৪৮.মাওলানা ইজাজ আহমদ পঞ্চগড়
১৪৯. মাওলানা হিফজুর রহমান গোপালগঞ্জ
১৫০. মাওলানা আবদুল কাইয়ুম কুলিয়ারচর কিশোরগঞ্জ।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ