বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ।। ১৪ কার্তিক ১৪৩১ ।। ২৭ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
ভোলায় জরায়ুমুখ ক্যান্সারের টিকা নেওয়ার পর অসুস্থ ৬০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৫ বানিয়াচংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাঘাটার খাদ্য কর্মকর্তা চাকরিচ্যুত, ৫২ লাখ টাকা জরিমানা বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি নোয়াখালীতে ৩ লক্ষ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শিবচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন গুরুতর জখম, ঢাকা মেডিকেলে প্রেরণ নওগাঁ রাণীনগরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প যশোরে মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ফাউন্ডেশনের ক্রয়মূল্যে কাঁচাবাজার খাগড়াছড়ি কাটিংটিলা জামে মসজিদের খতিব মাওলানা কারী সাইদুর রহমান আর নেই

সরকারি ও বেসরকারিভাবে ‘হজযাত্রী কোটা’ বিভাজন হলো যেভাবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| আদিয়াত হাসান ||

বাংলাদেশ এবং সৌদি আরব হজ কোটা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। সৌদি আরব এবার ১২৭,০০০ এরও বেশি হজযাত্রীকে পবিত্র হজের অনুমতি দিয়েছে, যা গত বছরের দ্বিগুণেরও বেশি।

এদিকে বুধবার (২০ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে হিজরি ১৪৪৫/২০২৪ সনের হজ আগামী ১৭ জুন ২০২৪ খ্রি. তারিখ অনুষ্ঠিত হবে। এ বছর রাজকীয় সৌদি সরকার কর্তৃক বাংলাদেশকে ১,২৭,১৯৮ জন হজযাত্রীর কোটা বরাদ্দ করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব মুহাঃ আবু তাহির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরো বলা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমের উক্ত বরাদ্দকৃত হজযাত্রীর কোটা নিম্নোক্তভাবে নির্দেশক্রমে বিভাজন করা হলো- সরকারি হজযাত্রী কোটা ৯,৯৬৮ জন, বেসরকারি হজযাত্রীর কোটা ১,১৩,৪০০ জন, সরকারি গাইড কোটা  ২৩০ জন, বেসরকারি গাইড ও মোনাজ্জেম কোটা ৩,৬০০ জন।

জানা যায়, বাংলাদেশ ২০২২ সালে ৬০,০০০ হজযাত্রীর কোটা পেয়েছিল। কেননা করোনভাইরাসের কারণে হজযাত্রা সীমিত করেছিল সৌদি আরব। মহামারীর আগে, বাংলাদেশকে প্রায় ১২০,০০০ হজযাত্রী পাঠানোর অনুমতি দেওয়া হয়েছিল।

হজযাত্রীদের জন্য সুসংবাদ হল, এই বছর হজযাত্রীদের জন্য কোনও বয়সের সীমা থাকবে না। যার অর্থ ৬৫ বছর বা তার বেশি বয়সী যে কেউ হজ পালনের জন্য সৌদি আরব ভ্রমণের অনুমতি পাবে।

এর আগে, সৌদি কর্তৃপক্ষ ২০২২ সালের হজ মৌসুমে একটি বয়স সীমা নির্ধারণ করেছিল, যাতে হজযাত্রীদের ৬৫ বছরের কম বয়সী হতে হবে এবং হজযাত্রা সম্পাদন করার জন্য তাদের সম্পূর্ণ কোভিড টিকা দিতে হবে।

পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মরক্কোসহ ‘বাংলাদেশ’ পাঁচটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে ছিল - যেখানে সৌদি আরব গত বছর তার ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ পরিচালনা করেছিল। ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ এর মাধ্যমে ফ্লাইটের আগে ঢাকায় সমস্ত ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ