সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সীরাত সম্মেলন অনুষ্ঠিত ‘শাহবাগের গণজাগরণ মঞ্চ ছিল দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ’ ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে ইসলামী আলোচক আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ প্রকাশিত হচ্ছে আল্লামা মাহমুদুল হাসানের ‘হাসানুল ফতোয়া’ তাড়াইলে মাদক-জুয়া ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে আলেমদের সমাবেশ নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, দ্রুতই রোডম্যাপ : ড. ইউনূস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পূর্ণাঙ্গ ভাষণ যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শনিবার বাংলাদেশ সফরে এলেন দেওবন্দের উস্তাদ মুফতি ফখরুল ইসলাম এলাহাবাদী আগামীকাল শরীফগঞ্জে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী

ফরিদপুরে বিদ্যুৎ লাইনের খুঁটির তারে জড়িয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর প্রতিনিধি >

ফরিদপুরে পল্লী বিদ্যুতের লাইনের খুঁটির সাথে বিদ্যুতায়িত হয়ে যুবরাজ শেখ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার কৈজুরি ইউনিয়নের আকুইন ভাটপাড়া গ্রামের ক্লাব বাজারে পাশে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, নিহত যুবরাজ শেখ একই এলাকার মরহুম জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি আন্তঃজেলা লাইনে পিকআপ ট্রাক চালক।

কৈজুরি ইউনিয়ন বাসিন্দা সেলিম মিয়া জানান, সকাল সাড়ে ১১টার দিকে যুবরাজ বাড়ির পেছনে কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুতের খুঁটির টানার সাথে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র মতে আরও জানা যায়, প্রায় দুই মাস আগে পল্লী বিদ্যুতের পুরাতন খুঁটি পরিবর্তন করে নতুন খুঁটি স্থাপন করা হয় যুবরাজের বাড়ির পাশে। কিন্তু খুঁটির সাথে দেয়া অ্যালুমিনিয়ামের টানা মাটিতে পুঁতে না রেখে পাশের একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। এরফলে সঞ্চালন করা ১১ হাজার ওয়াটের হাই ভোল্টেজ যুক্ত হয়ে রয়েছে ঐ তারের সাথে। গ্রামবাসীর অভিযোগ পল্লী বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় প্রতিন্রএম্ন দুর্ঘটনা ঘটছে।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) এ কে এম আলাউদ্দিন সাংবাদিকদের জানান, আমরা জানতে পারি ছেলেটি খাম্বার টানা খুলে কাজ করছিল। টানা খুলে দেয়ার কারণে সঞ্চালন লাইনের সাথে যুক্ত হয়ে পড়ায় ছেলেটি বিদ্যুতায়িত হয়। এ দুর্ঘটনার কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায় বলে তিনি জানান।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়েছিলো এবং লিখিত কোন অভিযোগ পাওয়ার পর তদন্ত-সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ