রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬


দাওরায়ে হাদিস পরীক্ষায় 'জামিআ রাব্বানিয়া'র অসাধারণ সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৪ হিজরি/২০২৩ ঈসায়ী শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস পরীক্ষায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জের 'জামিআ রাব্বানিয়া আরাবিয়া।' এ বছর ২৭ কোটার মেধাতালিকায় ৫টি অর্জন এই জামিআর। বাইতুল উলূম ঢালকানগরের পরে সংখ্যার দিক থেকে এটাই সর্বোচ্চ।

মেধাতালিকায় রয়েছে ৪র্থ, ১২তম, ১৫তম, ১৮তম ও ২৭তম। এছাড়াও, ৪২জন পরীক্ষার্থীর মাঝে সর্বমোট ২৬জন মুমতাজ, ১৫জন জায়্যিদ জিদ্দান ও ১জন জায়্যিদ।
পাশের হার শতভাগ।

এর আগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় বরাবরের মতই এবারও (১৪৪৪ হিজরী শিক্ষাবর্ষে) জামিআ রাব্বানিয়া আরাবিয়া নারায়ণগঞ্জ- সাফল্য ধরে রেখেছে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৪৪৪-৪৫ হিজরী শিক্ষাবর্ষে জামিআ রাব্বানিয়া আরাবিয়া ঈর্ষনীয় ফলাফল অর্জন করেছে। এবছর কিতাব বিভাগের পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র সংখ্যা মোট ১৮০ জন। তন্মধ্যে ফযিলত মারহালায় ৭নং, সানাবিয়ায় ২, ৪, ৬, মুতাওয়াসসিতায় ৫, ৮, ইবতিদাইয়ায় ৫ ও ৭নং-সহ সর্বমোট ১১০ (শতকরা ৬১.১১) জন মেধাতালিকায় স্থান পেয়েছে।

ফযীলতে পরীক্ষার্থী ৪৪ জন। মেধাতালিকায় ১৪ জন। সানাবিয়া উলইয়া’য় পরীক্ষার্থী ২৮ জন। মেধাতালিকায় ১৭ জন। মুতাওয়াসসিতা’য় পরীক্ষার্থী ৪৩ জন। মেধাতালিকায় ৩৪ জন। ইবতিদাইয়্যা’য় পরীক্ষার্থী ৬৫ জন। মেধাতালিকায় ৪৫ জন।

আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এ সময় উপস্থিত ছিলেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি মনসূরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদরাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলগ।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। সারা দেশের ৫০৬টি পুরুষ, ৯৫২টি মহিলা, ৩৪৯টি হিফয ও ২৩টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ২,৭১,৩০৬ জন। এতে দরসিয়াত পুরুষ পরীক্ষার্থী ৮৫,৪৯৩ জন, মহিলা পরীক্ষার্থী ১,৫৪,৭৭৫ জন, হিফযুল কুরআন পুরুষ পরীক্ষার্থী ২৮,৮০১ জন, মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত পরীক্ষার্থী ১২৯৩ জন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ