সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সীরাত সম্মেলন অনুষ্ঠিত ‘শাহবাগের গণজাগরণ মঞ্চ ছিল দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ’ ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে ইসলামী আলোচক আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ প্রকাশিত হচ্ছে আল্লামা মাহমুদুল হাসানের ‘হাসানুল ফতোয়া’ তাড়াইলে মাদক-জুয়া ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে আলেমদের সমাবেশ নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, দ্রুতই রোডম্যাপ : ড. ইউনূস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পূর্ণাঙ্গ ভাষণ যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শনিবার বাংলাদেশ সফরে এলেন দেওবন্দের উস্তাদ মুফতি ফখরুল ইসলাম এলাহাবাদী আগামীকাল শরীফগঞ্জে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী

স্যার শব্দের প্রয়োগ ও অপপ্রয়োগ বিশ্লেষণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বি, এম, জাহিদুল ইসলাম ।।

স্যার শব্দের প্রয়োগ শুরু হয় মূলত ব্রিটিশদের মাধ্যমে। সাম্রাজ্যবাদ বিস্তার এর সাথে সাথে এই শব্দের প্রচলনও শুরু হয় বেশি বেশি এবং মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়। স্যার এর অর্থ, ইতিহাস এবং মূল উদ্দেশ্য লুকায়িত আছে এই শব্দের মধ্যেই । SIR = SLAVE I REMAIN. যার বাংলা অর্থ দাঁড়ায় এমন "আমি আপনার গোলাম বা দাস"। প্রথমদিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা প্রজাদেরকে স্যার সম্বোধন করতে বাধ্য করতেন। তাদের প্রভাব ক্ষমতা এবং শাসনকে প্রতিষ্ঠিত করার জন্য। তারপর থেকেই সম্মানিত ব্যক্তিদেরকে স্যার বলে সম্বোধন করা একটি Old Tradition বা Convention যা ই বলেন এখন পর্যন্ত চলে আসছে। সাধারণত আমরা এই শব্দের উৎপত্তি, ব্যবহার এবং ইতিহাস সম্পর্কে না জানার কারণে এবং সম্মানিত ব্যক্তিদেরকে সম্বোধন করার ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ হিসেবে ব্যবহার দেখে সেটি ব্যবহার করি। যা আসলেই অন্যকে সম্মান জানাতে গিয়ে নিজেকে অপমান, অপদস্থ ও লজ্জায় পর্যবসিত করার নামান্তর।

অথচ এই ইংরেজীতেই সম্মান সূচক আরো Suitable এবং সম্মানজনক কিছু শব্দ আছে। যেমন পুরুষের ক্ষেত্রে Mister (জনাব) এবং নারী দের ক্ষেত্রে Miss/ Mistress/MS ( জনাবা )। ইউরোপ বা আমেরিকাতে অধিকাংশ সাধারণ নাগরিকও প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে Mister President বা Mister Prime Minister সম্মোধন করে থাকে।

আমাদের ইসলাম ধর্মে আত্ম-মর্যাদা ওয়াজিব করা হয়েছে তাই আসুন উপনিবেশিক শক্তির চাপানো শব্দ ব্যবহার থেকে বিরত থাকি। যোগ্য মানুষকে যোগ্য শব্দে সম্মানিত করি নিজেদের আত্মমর্যাদা অক্ষুন্ন রেখে। যদি কেউ কাউকে তার আত্মমর্যাদা বিসর্জন দিতে বা নিজের ইচ্ছা ব্যাতিত যে কোন কারণে SIR বলতে বাধ্য করেন তাহলে কবিরা গুনাহ হবে এবং মানুষের হক নষ্টের কারণে সেই ব্যাক্তি যদি ক্ষমা না করেন তাহলে সে কখনো ই জান্নাতে যেতে পারবে না।

কারণ হক্কুল ইবাদ আল্লাহ মাফ করেন না যতক্ষণ বান্দা না তার হক বুঝে পায়। তবে না জেনে নিছক নিজের ইচ্ছায় সম্মানার্থে যদি কেউ কাউকে SIR বলেন সেটা দোষের নয় তবুও যেহেতু বিকল্প ভালো শব্দ আছে সেটাই ব্যাবহার কাম্য ।

লেখক: প্রোগ্র্যামার (ওয়েব এপ্লিকেশন) ও অনলাইন এক্টিভিস্ট

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ