রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের

সত্য-সুন্দরের ইতিবাচক উপস্থাপনে আমাদের এগিয়ে আসতে হবে: মুসা আল হাফিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। মানুষের মানবিক বিকাশ ও জীবনের প্রগতি সকল কালের মহামানুষের গভীর অন্বেষা। সেই অন্বেষাকে নিশ্চিত করার হাতিয়ার হলো সত্য-সুন্দর , জ্ঞান-প্রজ্ঞা, প্রযুক্তি ও নৈতিকতা। জীবনের আভ্যন্তরীণ ও বাহ্যিক সমৃদ্ধি এ জন্য জরুরি।

কিন্তু আধুনিকতা যতোটা বাহ্যিক জগতকে সাজায়, ততোটাই উপেক্ষা করে আমাদের আত্মিক ও নৈতিক জগতের প্রতি। ফলে দেখা দিচ্ছে বহুমাত্রিক সঙ্কট।

এ প্রেক্ষাপটে যথার্থ কাল-জ্ঞান এবং জীবনের প্রাজ্ঞপাঠ সহকারে সত্য-সুন্দরের ইতিবাচক উপস্থাপনে এগিয়ে আসতে হবে" । উপরোক্ত কথাগুলো বলেছেন কবি, দার্শনিক ও গবেষক মুসা আল হাফিজ।

মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর দয়াগঞ্জে ৫ দিনব্যাপী আধুনিক মতবাদ শীর্ষক কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যদানকালে তিনি এ কথা বলেন।

মা'হাদুল ফিকরি ওয়াদদিরাসাতিল ইসলামিয়া (দাওয়া ও গবেষণা কেন্দ্র)-এর মিলনায়তনে কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

মাওলানা খালিদ সাইফুল্লাহ ও নাসিম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন ব্যারিস্টার আবিদ হুসাইন, অ্যাডভোকেট নাঈম হাসান, মাওলানা আলাউদ্দীন রফিক, আরিফুল ইসলাম, অ্যাডভোকেট মুনায়েম বিন মুজিব প্রমুখ।

৫ দিনব্যাপী এ কর্মশালায় আধুনিকতা, ধর্মনিরপেক্ষতা, ব্যক্তিস্বাতন্ত্রবাদ, যুক্তিবাদ, নারীবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র,ডারউইনিজম, কমিউনিজম, ওরিয়েন্টালিজমসহ বিভিন্ন আধুনিক মতবাদ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ