রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬


কুরআন সম্পর্কে যা বলছে চ্যাটজিপিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিভিন্ন প্রশ্নের নির্ভুল উত্তর দেওয়াসহ মুহূর্তেই গল্প, কবিতা এমনকি সম্পূর্ণ একটি বই লিখে তাক লাগিয়ে দিচ্ছে ‘চ্যাটজিপিটি’। গত কয়েকমাস ধরে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবট।

গত বছরের নভেম্বরে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ে তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ চালু হওয়ার পর সারাবিশ্বে হইচই পড়ে যায়। যেকোনো প্রশ্ন করার মাত্র কয়েক সেকেন্ডেই উত্তর দিয়ে দিচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

আর তাই কুরআন সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল ‘চ্যাটজিপিটি’র কাছে। জবাবে এই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট বলেছে, ‘কুরআন মুসলিমদের পবিত্র ধর্মীয় গ্রন্থ হিসেবে পরিচিত, এটি আল্লাহর দ্বারা নাজিল হয়েছে। এটিকে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গ্রন্থ হিসেবে গণ্য করা হয়। কুরআনে মূলত মানবজীবনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়াও এতে আল্লাহর স্বভাব ও গুণগত বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে।’

চ্যাটজিপিটি আরও বলে, ‘কুরআনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার জীবন ও আখেরাতের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা এবং মানুষকে তার প্রতিজ্ঞাবদ্ধতা এবং দায়িত্ব সম্পর্কে স্পষ্ট করা।’

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ