কাউসার লাবীব: আজ ও আগামীকালের মধ্যে আসন্ন ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র হাতে পাচ্ছেন কওমি মাদরসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র এ বছরের শিক্ষার্থীরা।
বেফাকের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক জানান, গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বেফাকের সবগুলো কেন্দ্রে প্রবেশপত্র পাঠানো হয়েছে।
এদিকে বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ সূত্রে জানা যায়, বেফাকের নির্ধারিত কেন্দ্র থেকে আজকালের মধ্যেই মাদরাসাগুলো প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। এরপরই শিক্ষার্থীরা ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার বালিক ও বালিকা শাখার রুটিন প্রকাশ করে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
রুটিন মতে, চলতি মাসের ২২ তারিখ (বুধবার) থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে শুক্রবারসহ ৮দিন ব্যাপী। পরীক্ষা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। তবে ২৪ মার্চ শুক্রবার শুধু ফযিলতের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা সাড়ে ১১টায়।
কেএল/