সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনে ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

তুরস্কে ক্ষতিগ্রস্তদের জন্য ৮ হাজার শীতবস্ত্র পাঠালো আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। এতে তুরস্কেই মারা গেছে ৩৫ হাজারের বেশি মানুষ। তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৮ হাজার শীতবস্ত্র পাঠিয়েছে বেসরকারি সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন।

বিষয়টি নিশ্চিত করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা সাব্বির আহমাদ।

তিনি জানান, ঢাকাস্থ তুরস্কের দূতাবাসে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে কয়েকধাপে দূতাবাসের পক্ষ থেকে তা ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছিয়ে দেওয়া হবে। ইতোমধ্যে বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ত্রাণ সামগ্রী নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে একটি ফ্লাইট রওয়ানা হয়েছে।

এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের ভূমিকম্পদুর্গত মানুষের জন্য ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মাইনাস টেন ডিগ্রিতে ব্যবহার উপযোগী ২৪৭২টি জ্যাকেট হস্তান্তর করা হয়েছে। এসব ত্রাণসামগ্রী কার্গো বিমানযোগে সরাসরি তুরস্কের দুর্গত এলাকায় পৌঁছানো হবে। আল্লাহর ইচ্ছায় পর্যায়ক্রমে দূতাবাসের চাহিদা অনুযায়ী আরো ত্রাণসামগ্রী পৌঁছানো হবে বলে জানানো হয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের সম্পাদক আবুল কাসেম আদিল জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশন তুর্কি দূতাবাসের চাহিদা অনুসারে তুরস্কে পাঠানোর জন্য এরই মধ্যে তিন হাজার প্যাডিং জ্যাকেট ক্রয় করেছে। ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পাঁচ থেকে ছয় হাজার প্যাডিং জ্যাকেট পাঠানোর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্ধারকারী দলসহ একাধিক ত্রাণের চালান পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে পাঠানো ত্রাণের মধ্যে আছে তাঁবু, শুকনো খাবার, ওষুধ, শীতবস্ত্র ইত্যাদি।

-এসআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ