বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


‘বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩' এর চট্টগ্রাম অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। ইসলামী ও সাধারন জ্ঞনের আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩' এর চট্টগ্রাম অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত।

আজ মঙ্গলবার বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা অডিটোরিয়াম, চট্টগ্রামে আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা নুরুল আমিন মাহাদী, খতিব, লেকভিউ জামে মসজিদ ফয়েজ লেক, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা চট্টগ্রামের সাবেক সহ-অধ্যাপক মোঃ আবু তাহের।

বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক আইকন সিজন-৩ এর ঢাকা প্রতিনিধি ও খতিব, বাইতুল আমান জামে মসজিদ, ঝিনাইদাহ, এম এ আর ছিবগাতুল্লাহ।

বাছাই পরীক্ষার ফলাফল জানা যাবে বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩ এর অফিসিয়াল ফেসবুক পেইজে। পর্যায়ক্রমে সকল বিভাগের ও বিশেষ অঞ্চলের বাছাই শেষে আগামী ১৮ ই ফেব্রুয়ারী চুড়ান্ত বাছাই হবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের অডিটোরিয়ামে।

সেখানে দেশ বরেণ্য ইসলামিক স্কলারদের বিচারের মাধ্যমে চুড়ান্ত হবে কারা অন্যান্য দেশের প্রতিযোগিদের সাথে লড়বে। চুড়ান্ত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীর জন্য ৮ লক্ষ, ২য় স্থান অধিকারী ৬ লক্ষ ও ৩য় স্থান অধিকারীর জন্য রযেছে ৪ লক্ষ টাকা পুরস্কার।

আশা করা যায়, ইসলাম প্রিয় দর্শকদের জন্যে পবিত্র মাহে রমজানের সেরা উপহার হবে “বেক্সিমকো ইসলামিক আইকন সিজন-৩" । দেখতে চোখ রাখতে হবে আরটিভির পর্দায় রাত সাড়ে নয়টায়।

-এটি


সম্পর্কিত খবর