বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


গোসলের সময় প্রস্রাবের অভ্যাস হতে পারে বিপজ্জনক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোসলের সময় হুট করে প্রস্রাব করা কমবেশি অনেকেরই জানা বিষয়। কিছু কিছু মানুষের অভ্যাস শরীরে পানি পড়ার সঙ্গে সঙ্গে প্রস্রাব করা। এ অভ্যাস কিন্তু নিছকই সামান্য ঘটনা নয়, গোসলের সময় প্রস্রাবের অভ্যাস হতে পারে স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।

চিকিৎসক ও বিশেষজ্ঞরা এ অভ্যাসকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন। পেলভিক ফ্লোর ফিজিক্যাল থেরাপিস্ট অ্যালিসিয়া জেফরি-থমাসের মতে, অনেক মানুষ জানেন না এটি একটি নোংরা অভ্যাস। এই বিষয়ে হয়তো অনেকেই মনোযোগ দেন না। তবে গোসলের সঙ্গে প্রস্রাব করলে স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলে।

বিশেষজ্ঞদের মতে, বাথরুম আর টয়লেট দুটো আলাদা স্থানে হওয়া ভালো। তবে গোসলের সময় আপনি যদি ঝরনার পানির সঙ্গে প্রস্রাব করেন, তাহলে গোসলের স্থানটি কিন্তু নোংরা হবে। অথচ গোসলের জায়গা পরিষ্কার রাখা উচিত সবারই।

জেফরি-থমাস সতর্ক করে বলেছেন, যখন গোসলের সময় পানির প্রবাহে শব্দে প্রস্রাব করেন, তখন কিন্তু তা অভ্যাসে পরিণত হয়। এমনটা যিনি করেন তিনি মূত্রাশয়কে শিক্ষা দিচ্ছেন যে এটি পানির শব্দে খালি হওয়া দরকার।

-টিএ


সম্পর্কিত খবর