সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

গাউসুল আজম জামে মসজিদে পুনর্নিয়োগ পেলেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। রাজধানী ঢাকার উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম জামে মসজিদে আবারো জুমা পড়াবেন, মারকাযুত তারবিয়াহর মুহতামিম, দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

আজ রোববার গাউসুল আজম জামে মসজিদের কমিটি কর্তৃক প্রকাশিত এক নোটিশে এ কথা জানানো হয়।

স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক নোটিশে বলা হয়, এতদ্বারা ১৩ নং সেক্টর গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত মুসল্লিদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আপনাদের দীর্ঘ দিনের চাহিদা ও উর্ধতন কর্তৃপক্ষের সুপারিশক্রমে মসজিদের নির্বাহী কমিটির ১৯৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ০১-০২-২০২৩ তারিখ থেকে মসজিদে জুমার নামাজ পরিচালনার জন্য বর্তমান খতিবের পাশাপাশি এই মসজিদের পূর্বের খতিব কে পুনরায় নিয়োগ প্রদান করা হয়েছে।

নোটিশে আরো বলা হয়, আগামী ০১ ফেব্রুয়ারি ২০২৩ হতে প্রতি মাসে ধারাবাহিকভাবে প্রথম ও দ্বিতীয় দুই শুক্রবার জুমার নামাজ পরিচালনা করবেন, ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান, প্রতি মাসের ৩য় ও ৪র্থ দুই শুক্রবার জুমার নামাজ পরিচালনা করবেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

এ বিষয়ে গাউসুল আজম জামে মসজিদ নির্বাহী কমিটির সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেন। গাউসুল আজম জামে মসজিদের অফিস সহকারী নুরুল ইসলাম আওয়ার ইসলামকে বলেন, চলতি মাসের ১৫ তারিখ মসজিদের কমিটির সিদ্ধান্তক্রমে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে পুনর্নিয়োগ দেয়া হয়। ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে আগামী মাসের তৃতীয় জুমা থেকে নিয়মিত জুমা পড়াবেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ