শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ ।। ২৬ পৌষ ১৪৩১ ।। ১০ রজব ১৪৪৬

শিরোনাম :
রুয়েটে নবীন শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ  ‘হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণের এখতিয়ার সৌদি সরকারের, মন্ত্রণালয়ের নয়’ স্বাস্থ্যখাত সংস্কারে মেডিকেল স্টুডেন্টস ফোরামের ৫৩ দফা প্রস্তাবনা চব্বিশের বিজয়ের চেতনায় ইসলামী সংস্কৃতির বিজয়ের পথ সুগম হোক: স্বপ্নসিঁড়ি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নওগাঁ ব্লাড সার্কেলের শীতবস্ত্র বিতরণ ‘বিএসএফ বাংলাদেশ সীমান্তে উস্কানি দিয়ে ভূমি দখলের পায়তারা করছে’ চব্বিশের লড়াই ছিল আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে: হাসনাত আব্দুল্লাহ ফেব্রুয়ারির মধ্যে সবাই হাতে নতুন বই পাবে: প্রেস সচিব পুরোদমে চলছে মাঠ প্রস্তুতির কাজ, যথাসময়ে হবে বিশ্ব ইজতেমা ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক রা. আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল কাল

এবারের বিশ্ব ইজতেমা থেকে মোট জামাত বের হয়েছে ২৭৭৪টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। দাওয়াত তাবলিগের মেহনতে ৫৬ তম বিশ্ব ইজতেমা থেকে মোট জামাত বের হয়েছে ২৭৭৪টি। এর মধ্যে দেশি জামাত ২৪৮০টি। আর বিদেশি জামাত ২৯৪টি বের হয়েছে।

গতকাল রোববার মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় শেষ হয় ৫৬তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন তাবলিগের মুরব্বি মাওলানা কারী জুবায়ের আহমাদ।

রোববার সকাল ১০টায় শুরু হওয়া মোনাজাত চলে প্রায় পঁচিশ মিনিট। দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন।

৫৬ তম বিশ্ব ইজতেমা থেকে মোট জামাত বের হয়েছে ২৭৭৪টি। এর মধ্যে দেশি জামাত ২৪৮০টি। আর বিদেশি জামাত ২৭৭৪টি বের হয়েছে। দেশে তিন চিল্লার জামাত বের হয়েছে ১৫৬টি ১ চিল্লার জামাত বের হয়েছে ২২৭৫টি। অন্যান্য জামাত ৪৯টি। মোট ২৪৮০টি।

বিদেশি জামাত বের হয়েছে মোট ২৯৪টি। তারমধ্যে মাস্তুরাত জামাত ১৬টি।

রবের কাছে বান্দার ফরিয়াদ। দু’হাত তুলে সর্বশক্তিমানের কাছে আশ্রয় আর ক্ষমাপ্রার্থনা। লাখো মানুষের আমিন আমিন ধ্বনি যেন তখন অনুরণিত হচ্ছিল তুরাগ তীরের আকাশে-বাতাসে। অশ্রুজলে বুক ভাসিয়ে মুসল্লিরা তাদের মনের সব আকুতি জানিয়েছেন স্রষ্টার কাছে।

ইজতেমার এই আখেরি মোনাজাত শুরু হয় সকাল ১০টায়। চলে একটানা প্রায় পঁচিশ মিনিট। বরাবরের মতো এবারো মোনাজাত পরিচালনা করেন তাবলীগের শীর্ষ স্থানীয় মুরুব্বী হাফেজ মাওলানা কারী জুবায়ের আহমাদ। মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দান ছাপিয়ে মুসল্লিরা অবস্থান নেন টঙ্গী ও গাজীপুরসহ আশপাশের এলাকায়। নারী কিংবা পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ-শেষ মুহূর্তে যে যেখানে ছিলেন, সেখান থেকেই দু’হাত তোলেন রবের দরবারে।

এর আগে এই মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানমুখী মুসল্লিদের স্রোত নামে। প্রতি বছরের মতো এবারও টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমা। তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমায় লাখ লাখ মুসল্লি সমবেত হয়।

এখানে তাবলীগ জামাতের দেশ-বিদেশের শীর্ষস্থানীয় মুরুব্বীরা আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করেন। ময়দানে একই সামিয়ানার নিচে দিন-রাত কাটে লাখ লাখ মুসল্লির। এখানেই চলে তাদের রান্নাবান্না, খাওয়া-দাওয়া ও গোসলসহ প্রয়োজনীয় কাজ। ইসলামের জ্ঞান অর্জনের জন্যই তাদের এখানে আসা।

মহান আল্লাহকে রাজি-খুশি ও সন্তুষ্টির লাভের আশায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন টঙ্গীর তুরাগ তীরে। গত ১৩ জানুয়ারি (শুক্রবার) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেয় তাবলীগ জামাতের কয়েক লাখ মুসল্লি।

লাখ লাখ মুসল্লির আগমনে ইজতেমার ময়দান পূর্ণ। ফলে ময়দানে জায়গা না পেয়ে আখেরি মোনাজাতে অংশ নিতে সড়ক, মহাসড়ক, খালি জায়গা, বাড়ির ছাদ, গাড়ির ছাদ, নৌকা, ফ্লাইওভার, ফুট ওভার, ফুটপাতে অবস্থান নিয়েছেন এসব মুসল্লিরা। বিশ্ব ইজতেমার মুরুব্বী ইঞ্জিনিয়ার নূর ভাই জানান, আজ রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। এতে অংশ নেবেন তাবলীগ জামাতসহ দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি।

শীর্ষস্থানীয় মুরুব্বীদের বয়ান শুনতে তরুণ, যুবক, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মুসল্লি সমবেত হন টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে। একইভাবে, আগামী ২০ জানুয়ারি (শুক্রবার) বাদ ফজর ফের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব এবং একইভাবে আগামী ২২ জানুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের (২০২৩ সালের) বিশ্ব ইজতেমা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ