সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব জনদুর্ভোগ মারাত্মক আকার ধারণ করবে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, সিলিন্ডার গ্যাসের দাম কমিয়েছে সরকার। অপরদিকে কোম্পানিগুলো কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দিয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি, সিস্টেম লস, অনিয়ম বন্ধে কোনো সরকার উদ্যোগ না নিয়ে সরকার বার বার বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিলে জনগণের দুঃখ কষ্টের সীমা ছাড়িয়ে যাবে।

আজ মঙ্গলবার সকালে নিউমার্কেটস্থ পার্বণ রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর দক্ষিণের নিউ মার্কেট থানা শাখার মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা মুহাম্মদ কামাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আঊয়াল।

এদিকে সংগঠনের কলাবাগান থানা শুরা অধিবেশন কলাবাগানস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ কামাল হোসাইন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গীরচর থানা মজলিসে শুরা অধিবেশন কামরাঙ্গীরচর আইএবি মিলনায়তনে মুফতী ওমর ফারুক-এর সভাপতিত্বে এবং সেক্রেটারী ইদ্রিস মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আঊয়াল মজুমদার ও বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক মুফতী আব্দুল আহাদ।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সারাদেশকে নিরবিচ্ছন্ন বিদ্যুৎ দিতে ব্যর্থ বিদ্যুৎ বিভাগ কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। বিদ্যুৎ বিভাগে চরম দুর্নীতি চলছে। সরকার লুটপাট আর দুর্নীতি বন্ধ না করে আবারো বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব করেছে যা জনস্বার্থ বিরোধী। তিনি বলেন, এমনিতেই নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে মধ্যবিত্তের মানুষ নিদারুন অসহায় দিনাতিপাত করছে। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে জনগণের কষ্ট আরো বেড়ে দুর্বিষহ করে তুলবে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ