রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রমনা মডেল থানায় স্মারকলিপি প্রদান জীবনের নিরাপত্তাসহ ৩ দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান সাদপন্থী নেতা মুয়াজের ৩ দিনের রিমান্ড ইজতেমা মাঠে হামলা: আসামিদের গ্রেফতারসহ ৪ দফা  দাবি ঢাবি শিক্ষার্থীদের আবারও মেট্রোরেলের এককযাত্রার টিকিট বিক্রি শুরু মালিবাগ মাদরাসার আকিদাগত শুদ্ধতার সংরক্ষণে অভূতপূর্ব উদ্যোগ সহ-সমন্বয়ক খালেদ নিখোঁজ, জেলা সমন্বয়ককে হত্যার হুমকি মালিবাগ মাদরাসা থেকে সাদপন্থী মুয়াজ বিন নুরকে বহিষ্কার ও সনদ বাতিল নবীজি সা. বিপদে যে দোয়া পড়তেন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ১৫

হোয়াটসঅ্যাপে চমৎকার নতুন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ এবার ‘সিলেক্ট চ্যাট’ নামে নতুন একটি ফিচার নিয়ে এসেছে। এর মাধ্যমে একসঙ্গে একাধিক মেসেজ সিলেক্ট করতে পারবেন ব্যবহারকারীরা।

ডব্লুএবিটাইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার আপডেট পেলে সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী একসঙ্গে একাধিক মেসেজ সিলেক্ট করতে পারবেন। চ্যাট মেন্যু থেকেই সিলেক্ট করা যাবে একাধিক কনভারসেশন।

এই মুহূর্তে এই বিশেষ ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ ডেভেলপমেন্ট টিম। আপাতত এটা বিটা ভার্সনেই থাকবে এবং শুধুমাত্র ডেস্কটপ প্ল্যাটফর্মের জন্য। বিটা টেস্ট পর্ব শেষ হলে এই ফিচার সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেবে মেটা পরিচালিত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। হোয়াটসঅ্যাপ ডেস্কটপ এবং হোয়াটসঅ্যাপ ওয়েবে এই ফিচার প্রথমে আসবে, তারপর অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজাররা ব্যবহার করতে পারবেন। তবে অ্যান্ড্রয়েড, আইওএস কোন মোবাইল প্ল্যাটফর্মে এই ফিচার আগে আসবে সে বিষয়ে এখনও কোনো তথ্য জানানো হয়নি মেটার পক্ষ থেকে।

এছাড়াও নতুন বছরে আরও একটি বিশেষ ফিচার পেতে চলেছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। সেটা হলো রিপোর্ট স্ট্যাটাস ফিচার। হোয়াটসঅ্যাপে এখন অনেকেই ভিডিও, ইমেজ ও লিংক শেয়ার করেন, তা আদৌ সঠিক কিনা বা সঠিক মনে না হলে, তা সরাসরি হোয়াটসঅ্যাপ টিমকে রিপোর্ট করতে পারবেন এই ফিচার ব্যবহারকারী। স্ট্যাটাস রিপোর্ট হওয়ার পর হোয়াটসঅ্যাপ টিম তা খতিয়ে দেখবে, যদি তা হোয়াটসঅ্যাপ পরিষেবার শর্তাবলীর পরিপন্থী হয়, তাহলে সঙ্গে সঙ্গে তা মুছে ফেলবে হোয়াটসঅ্যাপ।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ