সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

মসজিদে নববির খতিব শায়েখ আলি আল হুজায়ফী অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সৌদি আরবের মসজিদে নবির ইমাম ও খতিব, শায়েখ আলি বিন আবদুর রহমান আল-হুজাইফি অসুস্থ। তার জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

ওয়াতন নিউজের বরাতে জানা যায়, গতকাল মদিনার কিং ফাহাদ হাসপাতালের তার হার্টের ক্যাথেটারাইজেশন অপারেশন হয়। অবস্থা এখনো অশঙ্কাজনক। বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন মসজিদে নববির অন্যান্য ইমাম ও খতিবরা।

বিখ্যাত নাশিদ শিল্পী শায়েখ মিশারি বিন রশিদ আল-আফাসি এক টুইট বার্তায় শায়েখ আলি বিন আবদুর রহমান আল-হুজাইফির জন্য দোয়া করে বলেন, আল্লাহ তায়ালা শায়েখকে অতিদ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।

সর্বশেষ খবর অনুযায়ী বর্তমানে শায়েখ আলি বিন আবদুর রহমান আল-হুজাইফি আইসিওতে আছেন।

আলি বিন আবদুর রহমান আল হুজায়ফি (জন্ম: ২২ মে ১৯৪৭) একজন সৌদি ইমাম। মসজিদে নববির খতিব। মসজিদে কুবা প্রাক্তন ইমাম। ধীর এবং গভীর সুরে কুরআন তেলাওয়াত করার জন্য ব্যাপকভাবে পরিচিতি তিনি।

২২ মে ১৯৪৭ সালে সৌদি আরব এ জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ আব্দুল হুজায়ফী। ১৯৭২ সালে তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং তারপরে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

১৯৭৮ সালে তিনি মসজিদে কুবা ইমাম ও খতিব ছিলেন। ১৯৭৯ সালে মসজিদে নববী ইমাম হন। ১৯৮১ সালে, রমজান মাসে মসজিদ আল-হারাম এ তারাবীহ নামাজের ইমাম নিযুক্ত হন। বর্তমানে মসজিদে নববী কর্মরত রয়েছেন। সূত্র: ওয়াতন, উইকিপিডিয়া

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ