রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের

কিশোরগঞ্জে তরুণ আলেম প্রজন্মের সীরাত কনফারেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, বিশেষ প্রতিবেদক: কিশোরগঞ্জের একঝাঁক উদ্যমী তরুণ আলেমদের সংগঠন "তরুণ আলেম প্রজন্মের" উদ্যোগে কিশোরগঞ্জের শিল্পকলা একাডেমিতে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর শনিবার দুপুর দুইটায় পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াত ও মনোমুগ্ধকর নাতে রাসুল দিয়ে শুরু হয়। সীরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সীরাত বিষয়ক বিষয় ভিত্তিক আলোচনার পর রাত ১০ টায় শেষ হয়।

যাদের আলোচনায় মুগ্ধ শ্রোতারা, দ্বীন প্রতিষ্ঠায় নবীজির দাওয়াহ,হিজরত, গাযওয়াহ, ও উম্মাহর শিক্ষা বিষয়ে আলোচনা করেন দেশের স্বনামধন্য আলেমেদ্বীন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহা-পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, নবীজির শিক্ষা দর্শন ও দাওয়াতের ময়দানে তার আদর্শ নিয়ে আলোচনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক নদভী,সীরাতুন্নাবী সা. ও আজকের তরুন সমাজ এ বিষয়ে আলোচনা করেন স্বপ্নচারী লেখক গবেষক আলেম মাওলানা যাইনুল আবেদিন,নবুওয়াত ও পয়গামে নবুওয়াত এর প্রমাণপঞ্জি বিষয়ে আলোচনা করেন মাওলানা আব্দুল মজিদ, মানব সম্পদ উন্নয়নে রাসুলের পয়গাম বিষয়ে আলোচনা করেন মাওলানা মুসা আল হাফিজ।

বক্তাদের বিষয় ভিত্তিক আলোচনায় উপস্থিত শ্রোতাদেরকে সীরাতের প্রতি আগ্রহী করে। এছাড়াও জনপ্রিয় নাশীদ শিল্পী আবু উবায়দা ও মাহমুদ হুজায়ফার নাতে রাসুল গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।

তরুণ আলেম প্রজন্মের সীরাত কনফারেন্সে দর্শক শ্রোতা হয়ে কিশোরগঞ্জের কয়েক শতাধিক আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক শ্রোতাদেরকে আয়োজকদের পক্ষ থেকে সীরাত বিষয়ক বই, বৈকালিক নাস্তা উপহার দেয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ