সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’

‘বিবাহবিচ্ছেদের জন্য স্বামীর সম্মতি প্রয়োজন, কেরালা হাইকোর্টের রায় অগ্রহণযোগ্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানি একজন ব্যক্তিকে তালাকের বিষয়ে কেরালা হাইকোর্টের সিদ্ধান্তের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তিনি বলেছেন, আদালতের এই সিদ্ধান্ত আইনের ব্যাখ্যার বাইরে হয়েছে। অবশ্যই এ রায় আদালতের এখতিয়ারের বাইরে হয়েছে। বিবাহবিচ্ছেদের জন্য স্বামীর সম্মতির অবশ্যই প্রয়োজন রয়েছে।

খোলা তালাক, যেখানে স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্মতিতে তালাক সংঘটিত হয়, এমনকি এক্ষেত্রে স্ত্রী একতরফাভাবে তালাক দিতে পারে না, এটিও তালাকের একটি রূপ। যাইহোক, এতে স্বামী ও স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া জড়িত। তৃতীয় মামলা হল বিবাহ বাতিল, যা আদালত দ্বারা সম্পন্ন হয়। যদি তিনি মনে করেন যে মহিলাটি সত্যিকার অর্থে নির্যাতিত হয়েছে, তাহলে তিনি বিবাহ বাতিল করতে পারেন। যদি তিনি সেখানে আসেন, আর তার সামনে মামলাটি উপস্থাপন করা হয়, মহিলার দাবিটি বৈধ না হলে তিনি আবেদনটি প্রত্যাখ্যান করতে পারেন।

তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদের এই তিনটি রূপ কুরআন ও হাদিস থেকে প্রমাণিত, তাই তালাকের ক্ষেত্রেও স্বামীর সম্মতি আবশ্যক, হ্যাঁ, স্বামী যদি কোনো চুক্তির অধীনে স্ত্রীকে তালাক দিয়ে থাকেন তাহলে সে নিজেকে তালাক দিতে পারে। এক্ষেত্রে স্বামীর সম্মতি ব্যতিরেকেও স্ত্রী নিজেকে তালাক দিতে পারে। আইনশাস্ত্রে একে বলা হয় ‘তাফইযেজ তালাক’। সূত্র: হিন্দুস্তান টাইমস ডটকম

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ